হংকংয়ে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৫৫, নিখোঁজ ২৫০

হংকংয়ের উত্তরাঞ্চল তাই পোতে অবস্থিত ওয়াং ফুক কোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনও ২৫০-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।
বিজ্ঞাপন
আগুন লাগার একদিন পরও ফায়ার সার্ভিস কর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে হতাহতদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন।
স্থানীয় বাসিন্দাদের দাবি, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তারা প্রতিবেশীদের সতর্ক করার জন্য দরজায় দরজায় ঘুরে জানাতে বাধ্য হয়েছেন। কিছু বাসিন্দা আগুনের প্রাথমিক সতর্কতা পাননি।
আরও পড়ুন: চীনে ট্রেনের ধাক্কায় ১১ রেলকর্মীর মৃত্যু
বিজ্ঞাপন
প্রশাসনের তদন্তে দেখা গেছে, ভবনগুলোতে চলমান সংস্কারকাজ ও নির্মাণ সামগ্রীর সঙ্গে অগ্নিকাণ্ডের সম্ভাব্য সম্পর্ক রয়েছে। ইতিমধ্যেই তিনজনকে অসাবধানতাবশত ফোমের প্যাকেজিং ফেলে রাখার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
হংকংয়ের প্রধান নির্বাহী জন লি জানিয়েছে, বড় ধরনের নির্মাণকাজ চলমান সব আবাসিক এলাকায় অবিলম্বে সরকারি পরিদর্শন চালানো হবে।
বিজ্ঞাপন
স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবীরা ক্ষতিগ্রস্তদের সহায়তায় ছুটে আসার পাশাপাশি একটি সহায়তা কেন্দ্র চালু করেছেন। তবে প্রাণহানির সংখ্যা আরও বাড়ার আশঙ্কা প্রকাশ করেছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা।








