এক যুগ পর ভিসা ফি বাড়াল মিসর

প্রায় এক দশকেরও বেশি সময় পর ভিসা ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের শীর্ষ পর্যটন গন্তব্যগুলোর একটি—মিসর। দেশটিতে প্রবেশের (এন্ট্রি) ভিসার ফি ২০ ডলার বাড়িয়ে ২৫ ডলার থেকে এক লাফে ৪৫ ডলার করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে আবেদনকারীদের এ বাড়তি ফি পরিশোধ করতে হবে।
বিজ্ঞাপন
গত সপ্তাহে ভিসা ফি বাড়ানোর প্রস্তাবে স্বাক্ষর করেন মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল–সিসি। পরবর্তীতে তা গেজেটে প্রকাশ করে আইনে পরিণত করা হয়। এর আগে ২০১৪ সালের মে মাসে ভিসা ফি ১৫ ডলার থেকে বাড়িয়ে ২৫ ডলার নির্ধারণ করা হয়েছিল। দীর্ঘ প্রায় ১১ বছর পর এ হার আবারও বৃদ্ধি পেল।
বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতার দেশ মিসর পর্যটকদের কাছে সবসময়ই আকর্ষণের কেন্দ্র। ফারাওদের পিরামিড, প্রাচীন ভাস্কর্য, নান্দনিক স্থাপনা ও ঐতিহাসিক নিদর্শন দেখতে প্রতি বছর যুক্তরাষ্ট্র, ইউরোপ, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো মানুষ ছুটে যান নীলনদের এই দেশে।
সাম্প্রতিক সময়ে দেশটিতে মূল্যস্ফীতি তীব্রভাবে বেড়েছে। ধারণা করা হচ্ছে, অর্থনৈতিক চাপ মোকাবিলার অংশ হিসেবেই ভিসা ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মিসর সরকার।
বিজ্ঞাপন
সূত্র : গালফ নিউজ








