সুদানে ব্যস্ত মার্কেটে ড্রোন হামলা, নিহত ১০

সুদানের দক্ষিণ দারফুর প্রদেশের একটি ব্যস্ত বাজারে ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। তবে এখনো নিশ্চিত হওয়া যায়নি, কারা এই হামলা চালিয়েছে।
বিজ্ঞাপন
ঘটনাটি ঘটেছে এমন এক সময়ে, যখন দেশটির বিভিন্ন এলাকায় সেনাবাহিনী ও প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) মধ্যে সংঘর্ষ আরও তীব্র আকার ধারণ করেছে।
আরও পড়ুন: বিরল তুষারপাতের সাক্ষী হলো সৌদি আরব
মানবাধিকার সংস্থা নর্থ দারফুর ইমার্জেন্সি রুমস কাউন্সিল জানিয়েছে, শনিবার (২০ ডিসেম্বর) আরএসএফ নিয়ন্ত্রিত মালহা শহরের আল-হারা মার্কেটে এই ড্রোন হামলা হয়। হামলার পর বাজারের বহু দোকানে আগুন ধরে যায় এবং অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে হামলাকারীদের পরিচয় সম্পর্কে সংস্থাটি কোনো তথ্য দেয়নি।
বিজ্ঞাপন
২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে শুরু হওয়া সংঘর্ষ ভয়াবহ গৃহযুদ্ধে রূপ নিয়েছে। এই সংঘাতে এখন পর্যন্ত হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন প্রায় এক কোটি ২০ লাখ মানুষ। যুদ্ধের পাশাপাশি দেশটিতে ভয়াবহ দুর্ভিক্ষ পরিস্থিতিও তৈরি হয়েছে।








