Logo

বাংলাদেশ–পাকিস্তান প্রসঙ্গে মোদি নীরব থাকবেন না: বিজেপি নেতা সুনীল শর্মা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৩ ডিসেম্বর, ২০২৫, ১২:৩৫
12Shares
বাংলাদেশ–পাকিস্তান প্রসঙ্গে মোদি নীরব থাকবেন না: বিজেপি নেতা সুনীল শর্মা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও পাকিস্তান ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চুপ থাকবেন না—এমন মন্তব্য করেছেন বিজেপি নেতা ও জম্মু–কাশ্মির বিধানসভার বিরোধী দলনেতা সুনীল শর্মা। তিনি দাবি করেন, মোদিকে যুক্তরাষ্ট্র ও চীন পর্যন্ত ভয় পায়।

বিজ্ঞাপন

ময়মনসিংহের ভালুকায় দীপু দাস নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনার প্রতিবাদে ভারতের জম্মু ও কাশ্মিরের কিস্তওয়ারে একটি হিন্দু সংগঠনের উদ্যোগে বিক্ষোভ হয়। ওই কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে সুনীল শর্মা এসব মন্তব্য করেন।

তিনি অভিযোগ করেন, বাংলাদেশে চলমান পরিস্থিতির পেছনে কয়েকটি দেশের উসকানি রয়েছে এবং উদ্দেশ্য হলো ভারতকে সংঘাত ও যুদ্ধের পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া। সুনীল শর্মার দাবি, “বাংলাদেশে যা ঘটছে, তা পরিকল্পিতভাবে করা হচ্ছে। এর পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে।”

বিজ্ঞাপন

বিক্ষোভে বক্তব্যে বিজেপি এই নেতা বলেন, “যুক্তরাষ্ট্র ও চীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভয় পায়। তিনি শুধু ভারতের নয়, বিশ্বের বিশেষ করে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের জন্য আশার প্রতীক।” তিনি আরও দাবি করেন, ২০৪৭ সালের মধ্যে ভারত সামরিক ও অর্থনৈতিকভাবে একটি সুপারপাওয়ারে পরিণত হবে, যা ঠেকাতেই কিছু দেশ ভারতকে দুর্বল করার চেষ্টা করছে।

কাশ্মিরের ওই বিক্ষোভে নেতৃত্ব দেন সনাতন ধর্ম সেবার প্রেসিডেন্ট মোহন্ত রাম সারন দাস আচার্য্য। কর্মসূচির অংশ হিসেবে ‘বন্ধ’-এর ঘোষণাও দেওয়া হয়, যার ফলে কিস্তওয়ারে কিছু দোকানপাট বন্ধ থাকে।

বিজ্ঞাপন

এ সময় সুনীল শর্মা দাবি করেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচন বিলম্বিত করতে বাংলাদেশে পরিকল্পিতভাবে বিক্ষোভ সংগঠিত করা হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশ হোক বা পাকিস্তান—এই বিষয়ে মোদিজি চুপ থাকবেন না।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD