সৌদির বিমান হামলা, ইয়েমেন থেকে সেনাদের সরিয়ে নিচ্ছে আমিরাত

সৌদি আরবের বিমান হামলার পর ইয়েমেন থেকে নিজ সেনাদের ‘স্বেচ্ছায়’ সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ইয়েমেনের মুকুল্লা বন্দরে হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। এর কয়েক ঘণ্টা পরই এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে আমিরাত।
এরআগে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারও আমিরাতকে তাদের সেনাদের সরিয়ে নিতে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেয়।
বিজ্ঞাপন
সৌদি ও আমিরাতের মধ্যে দ্বন্দ্ব লেগেছে মূলত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসটিসিকে নিয়ে। তারা ইয়েমেনের দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় ও তেল সমৃদ্ধ প্রদেশ হারদামাউত দখল করে ফেলেছে। নিজেদের সীমান্তবর্তী এ অঞ্চল থেকে বিচ্ছিন্নতাবাদীদের সরে যেতে হুমকি দিয়েছিল সৌদি। কিন্তু এসটিসি তাদের কথা শোনেনি।
অপরদিকে আমিরাত ‘নিজ স্বার্থে’ এসটিসিকে সমর্থন দিচ্ছিল। সৌদি অভিযোগ করেছে মুকুল্লা বন্দরে দুই জাহাজ অস্ত্র পাঠিয়েছে আমিরাত। এরপরই দেশটি সরাসরি সেখানে বিমান হামলা চালিয়েছে। এছাড়া ইয়েমেনের সরকারের নির্দেশনা অনুযায়ী সেনাদের সরিয়ে নিতেও আহ্বান জানিয়েছিল সৌদি।
বিজ্ঞাপন
এরপর সেনাদের সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে আমিরাত। যদিও তারা দাবি করেছে মুকুল্লা বন্দর দিয়ে বিচ্ছিন্নতাবাদী এসটিসির জন্য কোনো অস্ত্র পাঠানো হয়নি। এই অস্ত্রগুলো এসেছিল ইয়েমেনে থাকা আমিরাতের সেনাদের জন্য।
নিজ সেনাদের সরিয়ে নেওয়া ও সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার ব্যাপারে এক বিবৃতিতে আমিরাত বলেছে, “সৌদির হামলায় আমরা অবাক হয়েছি। আর যেসব কনটেইনারে হামলা চালানো হয়েছে সেগুলো বিচ্ছিন্নতাবাদীদের জন্য কোনো অস্ত্র ছিল না। কনটাইনারগুলো ছিল আমিরাতের সেনাদের জন্য।” সূত্র: রয়টার্স।








