Logo

বাসচালক থেকে যেভাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হন নিকোলাস মাদুরো

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৫ জানুয়ারি, ২০২৬, ১৪:৩২
বাসচালক থেকে যেভাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হন নিকোলাস মাদুরো
ছবি: সংগৃহীত

কয়েক মাস ধরেই ভেনেজুয়েলা আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচনার কেন্দ্রে। ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের নৌ মহড়া, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর যুদ্ধপ্রস্তুতির ঘোষণায় দেশটির রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে।

বিজ্ঞাপন

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর রাজনৈতিক জীবনের শুরুটা ছিল একেবারেই সাধারণ। কর্মজীবনের শুরুতে তিনি একজন বাসচালক ছিলেন। ওই সময় থেকেই তিনি শ্রমিক রাজনীতির সঙ্গে যুক্ত হন এবং ধীরে ধীরে শ্রমিক আন্দোলনের একজন পরিচিত মুখ হয়ে ওঠেন। দীর্ঘদিন শ্রমিক রাজনীতিতে সক্রিয় থাকার পরই জাতীয় রাজনীতিতে তার উত্থান ঘটে।

ভেনেজুয়েলার প্রয়াত নেতা হুগো চাভেজের নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক বিপ্লবের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে মাদুরো দ্রুত রাজনৈতিক গুরুত্ব অর্জন করেন। ২০০৬ সালে তিনি ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত হন এবং চাভেজের মৃত্যুর আগ পর্যন্ত এই দায়িত্ব পালন করেন। চাভেজের মৃত্যুর পর তিনি অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব নেন এবং ২০১৩ সালের এপ্রিলে অনুষ্ঠিত নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে জয়ী হন।

বিজ্ঞাপন

এরপর ২০১৮ সালের ২০ মে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রায় ৬৮ শতাংশ ভোট পাওয়ার দাবি করেন মাদুরো। তবে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক মহলের একটি বড় অংশ এ নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু নয় বলে বিতর্কিত আখ্যা দেয়। ক্ষমতা গ্রহণের পর থেকেই তাঁর সরকারের বিরুদ্ধে গণতন্ত্র সংকুচিত করা, বিরোধী দমন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠতে থাকে।

২০১৪ সাল থেকে ভেনেজুয়েলার অর্থনীতি গভীর সংকটে পড়ে। তেলের দামে পতন, দুর্নীতি ও নীতিগত দুর্বলতার কারণে দেশটিতে চরম মুদ্রাস্ফীতি ও খাদ্যসংকট দেখা দেয়। এতে সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়ে এবং লাখ লাখ মানুষ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিতে বাধ্য হয়, যা লাতিন আমেরিকার ইতিহাসে নজিরবিহীন।

২০১৭ সালে মাদুরো জাতীয় সাংবিধানিক পরিষদ গঠন করে সংবিধান সংশোধনের উদ্যোগ নেন, যা নিয়েও দেশ-বিদেশে ব্যাপক বিতর্ক তৈরি হয়। বিরোধী দলগুলোর অভিযোগ, ঐক্য ও শান্তির নামে নেওয়া কর্মসূচিগুলো মূলত ক্ষমতা সুসংহত করার কৌশল। 

বিজ্ঞাপন

মাদুরোর শাসনামলে রাজনৈতিক অস্থিরতা বাড়তে থাকে এবং যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ তাঁর সরকার ও ঘনিষ্ঠজনদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ভেনেজুয়েলার সংকটের প্রভাব পড়তে শুরু করে কলম্বিয়া, ব্রাজিল ও পেরুর মতো প্রতিবেশী দেশগুলোতেও।

সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা চরমে পৌঁছায়। এ নিয়ে বিভিন্ন মাধ্যমে ভিন্ন ভিন্ন দাবি উঠে আসে, যা ভেনেজুয়েলার রাজনৈতিক ভবিষ্যৎকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD