Logo

ইরানে সরকারবিরোধী আন্দোলনে ট্রাম্পের সমর্থন চাইলেন ক্রাউন প্রিন্স রেজা পাহলভি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১০ জানুয়ারি, ২০২৬, ১৮:৩১
ইরানে সরকারবিরোধী আন্দোলনে ট্রাম্পের সমর্থন চাইলেন ক্রাউন প্রিন্স রেজা পাহলভি
ছবি: সংগৃহীত

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি। আন্দোলন সফল করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি সহযোগিতা কামনা করেছেন তিনি।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় রেজা পাহলভি প্রেসিডেন্ট ট্রাম্পের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ইরানের পরিস্থিতি এখন অত্যন্ত সংকটময়। তার ভাষ্য অনুযায়ী, গত রাতে লাখো বিক্ষোভকারীর ওপর প্রকাশ্যে গুলিবর্ষণ করা হয়েছে। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ক্ষমতা ধরে রাখতে সহিংস পথ বেছে নিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

রেজা পাহলভি আরও লেখেন, ইরানের জনগণ এখন সরাসরি বুলেটের মুখোমুখি। অথচ সরকার দেশজুড়ে ইন্টারনেট, মোবাইল ও ল্যান্ডলাইন সংযোগ বন্ধ করে দেওয়ায় প্রকৃত পরিস্থিতির খবর বাইরের বিশ্ব জানতে পারছে না। এই অবস্থায় তিনি জরুরি ভিত্তিতে যুক্তরাষ্ট্রের মনোযোগ, সমর্থন ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ইরানি রিয়ালের অবমূল্যায়ন, লাগামহীন মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে চরম অসন্তোষ তৈরি হয়। সেই ক্ষোভ থেকেই গত ২৮ ডিসেম্বর তেহরানের বিভিন্ন বাজারের পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা ধর্মঘটের ডাক দেন, যা পরে সরকারবিরোধী বিক্ষোভে রূপ নেয়।

অল্প সময়ের মধ্যেই এই আন্দোলন দেশের ৩১টি প্রদেশের প্রায় সব শহর ও গ্রামে ছড়িয়ে পড়ে। দিন দিন বিক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে এবং বর্তমানে আন্দোলনের কারণে দেশের স্বাভাবিক জীবন কার্যত অচল হয়ে পড়েছে।

পরিস্থিতি সামাল দিতে সরকার রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে। একই সঙ্গে ইন্টারনেট ও মোবাইল যোগাযোগ বন্ধ করে বিক্ষোভ দমনের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

মার্কিন সাময়িকী টাইম-এর তথ্য অনুযায়ী, টানা ১৩ দিনের বিক্ষোভে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর গুলিতে এখন পর্যন্ত দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন।

এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান সরকার যদি কঠোর দমননীতি অবলম্বন করে আন্দোলন দমন করে, তাহলে সামরিক পদক্ষেপের পথেও হাঁটতে পারেন তিনি। এ পর্যন্ত চারবার এমন সতর্কবার্তা দিয়েছেন ট্রাম্প।

বিজ্ঞাপন

সূত্র: এএফপি

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD