কাবুলে রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণ, নিহত সাতজন

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি রেস্তোরাঁয় শক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (১৯ জানুয়ারি) রাতে সংঘটিত এই বিস্ফোরণে সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন চীনের নাগরিক, বাকিরা আফগানি।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিস্ফোরণ ঘটেছে রেস্তোরাঁর রান্নাঘরের কাছে, যা কাবুলের বাণিজ্যিক এলাকা শাহর-ই-ন-এ অবস্থিত। এই এলাকা বিভিন্ন অফিস, শপিং কমপ্লেক্স এবং দূতাবাস থাকায় আফগানিস্তানের অন্যতম নিরাপদ স্থান হিসেবে পরিচিত।
হামলার দায় স্বীকার করেছে আইএসআইএল। তাদের বিবৃতিতে বলা হয়েছে, আত্মঘাতী বোমা হামলাকারীর মাধ্যমে এই হামলা চালানো হয়েছে। আইএসআইএলের সংশ্লিষ্ট আমাক নিউজ এজেন্সি জানিয়েছে, চীনের নাগরিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। নিহত চীনা নাগরিকের নাম আইয়ুব।
বিজ্ঞাপন
রেস্তোরাঁটি চীনা ও আফগানি যৌথভাবে পরিচালনা করতেন। চীনা নাগরিক আব্দুল মজিদ তার স্ত্রী এবং আফগানি অংশীদার আব্দুল জব্বার মাহমুদ এর সঙ্গে ব্যবসা চালাতেন। এই রেস্তোরাঁয় মূলত চীনা নুডলস বিক্রি করা হতো।
আইএসআইএল তাদের দাবিতে উল্লেখ করেছে, চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের ওপর চলমান দমন-নিপীড়ন এবং নির্যাতনকে কেন্দ্র করে তারা চীনা নাগরিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। এ বিষয়ে চীন সরকারের পক্ষ থেকে এসব দাবি অস্বীকার করা হয়েছে এবং পশ্চিমাদের প্রচারণা হিসেবে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল সৌদি আরব
বিজ্ঞাপন
আফগান পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানিয়েছেন, হামলার পর রেস্তোরাঁ এবং আশেপাশের এলাকা ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের পাশাপাশি বিস্ফোরণের পর তদন্ত শুরু হয়েছে।








