ডোনাল্ড ট্রাম্পের ‘গাজা বোর্ড অব পিস’-এ যোগ দিচ্ছে পাকিস্তান

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত ‘গাজা বোর্ড অব পিস’-এ যোগ দিচ্ছে পাকিস্তান। বুধবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “পাকিস্তান গাজা বোর্ড অব পিসে যোগদানের সিদ্ধান্ত নিয়েছে। ইসলামাবাদ আশা করছে, বোর্ডটি গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।”
বিজ্ঞাপন
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সুইজারল্যান্ডের দাভোস শহরে শুরু হওয়া বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক সম্মেলন ‘দাভোস সম্মেলন’-এ অংশ নিয়েছেন। একই সঙ্গে দেশটির সেনা ও প্রতিরক্ষা বিভাগের প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও দাভোসের উদ্দেশে রওনা হয়েছেন।
পাকিস্তানের তিনজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মূলত ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের জন্যই মুনিরের এই সফর।
বিজ্ঞাপন
গাজায় স্থায়ী শান্তি ও পুনর্গঠনের জন্য ট্রাম্প গত ২৯ সেপ্টেম্বর একটি ২০-পয়েন্ট সম্বলিত শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছিলেন। হামাস ও ইসরায়েল উভয়ই সম্মতি জানালে, ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে পরিকল্পনাটি কার্যকর হয়। এই পরিকল্পনায় বলা হয়, যুদ্ধ পরবর্তী গাজার প্রশাসন পরিচালনার জন্য একটি অরাজনৈতিক টেকনোক্র্যাট সরকার গঠন করা হবে। সরকার পরিচালনা করবে গাজা বোর্ড অব পিস, যা সদস্য দেশের সহায়তায় তহবিল সংগ্রহ, ব্যয় তদারকি ও পুনর্গঠন কাজ দেখভাল করবে।
পাকিস্তানকে এই বোর্ডে যোগদানের জন্য গত ১৭ জানুয়ারি আমন্ত্রণ জানিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। দেশটি সেই আমন্ত্রণে সাড়া দিয়ে বোর্ডে অন্তর্ভুক্ত হচ্ছে।








