Logo

যে কোনো হামলার জবাব হবে দ্রুত ও বিধ্বংসী: ইরানের শীর্ষ সামরিক কমান্ডার

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৩ জানুয়ারি, ২০২৬, ১১:১৫
যে কোনো হামলার জবাব হবে দ্রুত ও বিধ্বংসী: ইরানের শীর্ষ সামরিক কমান্ডার
ছবি: সংগৃহীত

ইরানের ভূখণ্ড, নিরাপত্তা কিংবা জাতীয় স্বার্থের বিরুদ্ধে যে কোনো ধরনের আগ্রাসনের জবাব হবে তাৎক্ষণিক, নিখুঁত ও ধ্বংসাত্মক। এমন কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা। খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলি আবদোল্লাহি এই মন্তব্য করেন।

বিজ্ঞাপন

মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক হামলার হুমকির প্রতিক্রিয়ায় তিনি বলেন, যুক্তরাষ্ট্র খুব ভালোভাবেই জানে—একটি ভুল সিদ্ধান্ত কী ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। ইরানি ভূখণ্ডে যে কোনো ধরনের আগ্রাসন চালানো হলে প্রথম ধাপেই যুক্তরাষ্ট্রের স্বার্থ, সামরিক ঘাঁটি ও প্রভাবকেন্দ্রগুলো ইরানের সশস্ত্র বাহিনীর বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

মেজর জেনারেল আবদোল্লাহি আরও বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষা সক্ষমতা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি বাস্তব, সক্রিয় এবং অটল। জনগণের দৃঢ় সমর্থনের ওপর ভিত্তি করেই ইরানের সামরিক শক্তি গড়ে উঠেছে—যার মূল ভিত্তি বিশ্বাস, জাতীয় ঐক্য ও দেশীয় সক্ষমতা।

বিজ্ঞাপন

তার ভাষ্য, এই শক্তি কেবল শত্রুপক্ষের কৌশলগত হিসাব-নিকাশকেই ভেঙে দেয়নি, বরং বিভিন্ন সময়ে মাঠ পর্যায়েও তার কার্যকারিতা স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। ইরানের শত্রুরা, বিশেষ করে যুক্তরাষ্ট্র, এর পরিণতি সম্পর্কে সম্পূর্ণ অবগত।

তিনি জোর দিয়ে বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান কখনোই যুদ্ধ শুরু করেনি এবং ভবিষ্যতেও করবে না। তবে ইরানি জাতির নিরাপত্তা ও স্বার্থের বিরুদ্ধে কোনো হুমকি, হামলা বা শত্রুতামূলক পদক্ষেপ নেওয়া হলে তার জবাব হবে দ্রুত, কঠোর ও আপসহীন।

বিজ্ঞাপন

‘হিট অ্যান্ড রান’-এর যুগ শেষ হয়ে গেছে—উল্লেখ করে মেজর জেনারেল আবদোল্লাহি বলেন, যে কোনো আগ্রাসনের ক্ষেত্রে ইরানের প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসনব্যবস্থা যা কল্পনাও করতে পারে না, তার চেয়েও দ্রুত, নিখুঁত ও ভয়াবহ হবে।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD