Logo

আজ বিশ্ব বাঁশ দিবস

profile picture
জনবাণী ডেস্ক
১৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৭
9Shares
আজ বিশ্ব বাঁশ দিবস
ছবি: সংগৃহীত

আজ বিশ্ব বাঁশ দিবস। প্রতি বছরের ১৮ সেপ্টেম্বর বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে বিশ্ব বাঁশ দিবস।

বিজ্ঞাপন

২০২৫ সালের থিম নির্ধারিত হয়েছে: ‘নেক্সট জেনারেশন ব্যাম্বো: সল্যুশন, ইনোভেশন অ্যান্ড ডিজাইন’, যার মাধ্যমে নতুন প্রজন্মকে বাঁশের সৃজনশীল ব্যবহার ও উদ্ভাবনের দিকে উৎসাহিত করা হচ্ছে।

বিশ্বব্যাপী বাঁশ শিল্পকে উন্নত করার লক্ষ্য নিয়ে ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয় বিশ্ব বাঁশ সংস্থা। ২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর থাইল্যান্ডের রাজধানী ব্যাংকককে অনুষ্ঠিত অষ্টম বিশ্ব বাঁশ কংগ্রেস চলাকালে আনুষ্ঠানিকভাবে দিবসটি স্বীকৃতি পায়।

ওই সম্মেলনে প্রায় ১০০টি দেশের প্রতিনিধিরা অংশ নেন এবং দিনটিকে বিশ্ব বাঁশ দিবস হিসাবে উদযাপনের প্রস্তাবে সম্মত হন। দিবসটি প্রবর্তনের প্রস্তাব করেছিলেন সংস্থার তৎকালীন সভাপতি কামেশ সালাম।

বিজ্ঞাপন

বিশ্ব বাঁশ দিবস পালনের মূল উদ্দেশ্য হলো মানুষকে বাঁশের প্রয়োজনীয়তা ও বিভিন্ন ব্যবহার সম্পর্কে সচেতন করা। বাঁশ কেবল আসবাবপত্র বা গৃহস্থালিতে ব্যবহার হয় না, বরং খাদ্যদ্রব্য হিসেবেও গুরুত্বপূর্ণ। সবুজ বাঁশের ডালের ভেতরের অংশ বা বাঁশ কোড়ল স্বাস্থ্যের জন্য অনেক উপকারী।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) গ্লোবাল ব্যাম্বু রিসোর্সেস প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে সবচেয়ে বেশি প্রজাতির বাঁশ পাওয়া যায় চীনে। চীনে অন্তত ৫০০ প্রজাতির বাঁশ রয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে রয়েছে ২৩২ প্রজাতির বাঁশ। আর ৩৩ প্রজাতির বাঁশ থাকা বাংলাদেশ আছে তালিকার অষ্টমে।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

আজ বিশ্ব বাঁশ দিবস