Logo

পূজার আগে ঝলমলে চুলের ঘরোয়া কৌশল জেনে নিন

profile picture
জনবাণী ডেস্ক
১৮ সেপ্টেম্বর, ২০২৫, ২০:১৩
21Shares
পূজার আগে ঝলমলে চুলের ঘরোয়া কৌশল জেনে নিন
ছবি: সংগৃহীত

আর মাত্র কয়েকদিন বাকি তারপরই শুরু হবে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা। একদিকে যেমন নতুন পোশাক, সাজসজ্জা সবই প্রস্তুত। কিন্তু আয়নায় তাকিয়ে দেখছেন, মাথার চুলগুলো এখনো রুক্ষ, প্রাণহীন? সময়ের অভাবে পার্লারে যাওয়াও সম্ভব হয়ে উঠছে না? চিন্তা নেই, ঘরেই থাকা কিছু সহজ উপকরণ দিয়েই পেতে পারেন উজ্জ্বল, কোমল ও ঘনকালো চুল।

বিজ্ঞাপন

দূষণ, ধুলোবালি আর ঘাম এগুলো প্রায় প্রতিদিনই আমাদের চুলের স্বাস্থ্যের ক্ষতি করছে। আর তার প্রভাব পড়ে চুলের সজীবতা, মসৃণতা এবং ঘনত্বে। কিন্তু ঘরোয়া কিছু টোটকা মেনে চললে খুব অল্প সময়েই ফিরে আসতে পারে সেই পুরনো চুলের জেল্লা ভাব।

ঘরে তৈরি কোরিয়ান হেয়ার সিরাম:

২ চামচ অ্যালোভেরা জেল, ১ চামচ চাল ভেজানো পানি, ৪-৫ ফোঁটা রোজমেরি অয়েল ও ১ চামচ গ্লিসারিন একসঙ্গে মিশিয়ে নিন। এই সিরাম চুল ধোওয়ার পর ব্যবহার করুন। নিয়মিত ব্যবহার করলে চুল হবে মসৃণ ও চকচকে।

বিজ্ঞাপন

অ্যাপল সাইডার ভিনেগার প্যাক:

ভিটামিন বি, সি এবং ফলিক অ্যাসিডে ভরপুর এ উপাদান চুলের প্রাণ ফিরিয়ে আনে। শ্যাম্পুর পর অল্প ভিনেগার মাথায় মেখে কয়েক মিনিট রেখে ধুয়ে ফেলুন। রোজমেরি অয়েল মিশিয়ে ব্যবহার করলে আরও ভালো ফল মিলবে।

বিজ্ঞাপন

গ্রিন টি-অ্যালো ভেরা সিরাম:

এক কাপ গ্রিন টি-তে ২ চা চামচ অ্যালোভেরা জেল ও ১ চামচ মধু মিশিয়ে তৈরি করুন ঘরোয়া সিরাম। এটি চুলে লাগালে চুল রুক্ষ হবে না এবং চুল পড়াও কমবে।

কোঁকড়ানো ও রুক্ষ চুলের জন্য বিশেষ তেল:

বিজ্ঞাপন

সোজা চুল যেমন সহজে সেট করা যায়, কোঁকড়ানো চুলের ক্ষেত্রে প্রয়োজন বাড়তি যত্ন। এ চুলের যত্নে বিশেষ কিছু তেল ব্যবহার করতে পারেন—

নারকেল তেল: ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও লরিক অ্যাসিড সমৃদ্ধ এ তেল চুলে দ্রুত শোষিত হয় ও শুষ্কতা কমায়।

বিজ্ঞাপন

মেথির তেল: খুশকি ও সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে, মাথার ত্বক সুস্থ রাখে।

আমলকি-নারকেল তেল: নারকেল তেলে আমলকি ফুটিয়ে ব্যবহার করলে চুল হয় ঘন ও নরম।

জবা-মেথির তেল: জবা ফুল ও মেথি একসঙ্গে ফুটিয়ে তৈরি তেল রুক্ষতা ও খুশকি দূর করতে দারুণ কার্যকর।

বিজ্ঞাপন

পূজার আগে ঘরে বসেই এসব ঘরোয়া যত্নে চুল হয়ে উঠুক ঝলমলে, প্রাণবন্ত। সময়ের অভাবে যত্ন নিতে না পারলেও এই সহজ টিপসগুলো রুটিনে আনলেই বদলে যাবে আপনার চুলের গল্প। এবার পূজায় খোলা চুলে মুগ্ধ করুক সবাই। 

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD