এবারের দূর্গাপূজা ফ্যাশনে নতুন ব্লাউজ ট্রেন্ড

আসন্ন দুর্গাপূজায় ফ্যাশন দুনিয়ায় নতুন এক রিভার্ভ যোগ হয়েছে, যেখানে পুরোনো দিনের হিট ব্লাউজ ডিজাইনের সঙ্গে আধুনিক ট্রেন্ডের মেলবন্ধন ঘটছে। অফিস, সংসারের দায়িত্ব সামলে অনেকেই এখনও পর্যন্ত ঠিক করে উঠতে পারেননি, ষষ্ঠী বা দশমীর পূজাতে কোন ব্লাউজটি পরবেন।
বিজ্ঞাপন
অন্যদের মত যদি আপনিও এমন চিন্তায় ডুবে থাকেন, তাহলে এবারের পূজার ব্লাউজ ট্রেন্ড নিয়ে কিছু গুরুত্বপূর্ণ টিপস জেনে নিন।
সাদা-লাল শাড়ি ও সাবেকি ব্লাউজ:
দুর্গাপূজার ঐতিহ্য মানে সাদা-লাল শাড়ির সঙ্গে সাবেকি ব্লাউজে এক চমৎকার কম্বিনেশন। বিশেষত, অষ্টমী বা দশমীর সাজে এমন ব্লাউজই বেশ আলোচিত হয়ে আছে। এ বছরের ফ্যাশনে পুরনো দিনের লেসের কারুকাজ ফিরেছে, যা সেকেলে হলেও আবার ট্রেন্ডি হয়ে উঠেছে। হাতে বোনা জামদানি কটনের সাদা ব্লাউজটিতে রয়েছে সূক্ষ্ম লেসের নকশা, যা একে সাবেকিয়ানা এবং আধুনিকতার মেলবন্ধন তৈরি করে। পুজার ভিড়ে নজর কাড়তে এই ধরনের ব্লাউজ বেছে নিতে পারেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: আজ ‘প্রথম প্রেম দিবস’
যদি আপনি একটু ভিন্ন ধরনের সাজে নজর কাড়তে চান, তবে কোমরখোলা হাকোবা ব্লাউজ হতে পারে আপনার প্রথম পছন্দ। এবছর এই ব্লাউজের ট্রেন্ড তুঙ্গে। কালো হাকোবা ব্লাউজে সাদা লেসের নকশা এবং কোমরে ঝুলানো রঙিন লটকন, সুতোর কাজ, স্নিগ্ধ কিন্তু জমকালো পুজা সাজের জন্য উপযুক্ত। এমন ব্লাউজের সঙ্গে লাল শাড়ি, অক্সিডাইজড গয়না, ছোট টিপ এবং খোঁপায় ফুলের সাজ নিয়ে পূজার দিনে আপনিও হয়ে উঠতে পারেন অনন্যা।
বিজ্ঞাপন
বডি হাগিং সুতির শাড়ি ও সুইটহার্ট নেকলাইন ব্লাউজ:
তরুণ প্রজন্মের কাছে এখন অন্যতম পছন্দের শাড়ি হল বডি হাগিং সুতির শাড়ি। মল কটন বা কটন জামদানি এই শাড়ি একেবারে হিট। যদি সেই শাড়ির সঙ্গে যোগ হয় সুইটহার্ট নেকলাইন ব্লাউজ, তবে সাজটি হয়ে ওঠে নিঃসন্দেহে দৃষ্টি আকর্ষণীয়। এমন ব্লাউজে সাদা লেসের সূক্ষ্ম কারুকাজ, যা পূজার সকালে স্নিগ্ধ এবং সুষম সাজের জন্য আদর্শ।
বিজ্ঞাপন
ফ্যাশন ও ট্রেন্ডের এই মিশ্রণেই এবছর দুর্গাপূজার দিনগুলোতে আপনি হয়ে উঠতে পারেন সবার দৃষ্টি আকর্ষণের কেন্দ্রবিন্দু। এবারের পূজায় তাই নিজেকে পুরনো দিনের ঐতিহ্য এবং নতুন ফ্যাশনের মেলবন্ধনে সাজান। নিজেকে ফ্যাশন স্টেটমেন্টের অংশ হিসেবে প্রতিষ্ঠিত করুন! সূত্র: আনন্দবাজার