Logo

রক্তে প্লাটিলেট বাড়াতে যেসব ফল খেতে পারেন

profile picture
জনবাণী ডেস্ক
৮ অক্টোবর, ২০২৫, ২০:৩৪
17Shares
রক্তে প্লাটিলেট বাড়াতে যেসব ফল খেতে পারেন
ছবি: সংগৃহীত

দেশে দিন দিন ডেঙ্গুর সংক্রমণ বেড়েই চলেছে। সেই সাথে মৃত্যুর সংখ্যাও পাল্লা দিয়ে বাড়ছে। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ২১৭ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া হাসপাতালে ভর্তি হয়েছেন অর্ধ লক্ষাধিক রোগী।

বিজ্ঞাপন

ডেঙ্গু হলে রক্তে প্লাটিলেটের সংখ্যা হঠাৎ কমে যেতে পারে, যা শরীরের জন্য বড় ধরণের ক্ষতিকর। শুধু ডেঙ্গু নয়, অন্যান্য সংক্রমণ বা রোগের কারণেও প্লাটিলেট কমে যেতে পারে।

সাধারণত প্রতি মাইক্রোলিটার রক্তে স্বাভাবিকভাবে ১.৫ লাখ থেকে ৪.৫ লাখ প্লাটিলেট থাকা প্রয়োজন। প্লাটিলেট কমে গেলে শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণসহ নানাবিধ জটিলতা দেখা দিতে পারে।

স্বাভাবিক মাত্রায় প্লাটিলেট বজায় রাখতে নিয়মিত কিছু ফল খাওয়া খুবই উপকারী। এসব ফল সহজেই বাজারে পাওয়া যায় এবং প্রতিদিনের খাদ্যতালিকায় রাখা যেতে পারে।

বিজ্ঞাপন

রক্তে প্লাটিলেট বাড়াতে যেসব ফল সাহায্য করে:

পেঁপে

বিজ্ঞাপন

পেঁপে প্লাটিলেট তৈরিতে অত্যন্ত কার্যকর। বিশেষ করে পেঁপে পাতার নির্যাস অস্থিমজ্জাকে সক্রিয় করে নতুন প্লাটিলেট উৎপাদনে সহায়তা করে। এতে থাকা ভিটামিন ও অ্যান্টি-অক্সিডেন্ট রক্ত পরিষ্কার রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

ডালিম

ডালিমে রয়েছে প্রচুর আয়রন ও ফোলেট, যা অস্থিমজ্জাকে নতুন রক্তকোষ ও প্লাটিলেট তৈরি করতে সাহায্য করে। এতে থাকা ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান প্লাটিলেটকে ক্ষতি থেকে রক্ষা করে।

বিজ্ঞাপন

আমলকি

ভিটামিন সি-সমৃদ্ধ আমলকি প্লাটিলেট কোষকে শক্তিশালী রাখে। এটি সংক্রমণ ও অক্সিডেটিভ স্ট্রেস থেকে প্লাটিলেটকে রক্ষা করে, ফলে প্লাটিলেট ধ্বংসের হার কমে এবং সংখ্যা দ্রুত স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন

প্রতিদিনের খাবারে এই তিনটি ফল রাখলে শরীরে প্লাটিলেটের স্বাভাবিক মাত্রা বজায় রাখা সহজ হয়। বিশেষ করে ডেঙ্গু বা অন্যান্য ভাইরাসজনিত সমস্যায় এগুলো কার্যকরী ভূমিকা রাখে।

তবে প্লাটিলেট কমে গেলে শুধুমাত্র ফলের ওপর নির্ভর না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সঠিক খাদ্যাভ্যাস মেনে চললেই রক্তের সুস্বাস্থ্য বজায় রাখা সম্ভব।

নিজের শরীরের অবস্থার ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফল ও খাবার গ্রহণ করুন।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD