Logo

আজ বিশ্ব পুরুষ দিবস

profile picture
জনবাণী ডেস্ক
১৯ নভেম্বর, ২০২৫, ১৫:২০
6Shares
আজ বিশ্ব পুরুষ দিবস
ছবি: সংগৃহীত

আজ, ১৯ নভেম্বর, বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে বিশ্ব পুরুষ দিবস। এটি এমন একটি বিশেষ দিন, যা পুরুষদের সমাজ, পরিবার, কর্মক্ষেত্র এবং মানবিক উন্নয়নে অবদানকে স্বীকৃতি দেয়, তাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যকে সচেতন করে এবং সামাজিক চ্যালেঞ্জগুলোকে আলোচনায় আনার উদ্দেশ্যে পালন করা হয়।

বিজ্ঞাপন

পুরুষরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তারা পরিবারের অভিভাবক, সন্তানের প্রথম নায়ক, সমাজের সেবক, সহকর্মী এবং নেতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্ব পুরুষ দিবসের মাধ্যমে আমরা তাদের কঠোর পরিশ্রম, ত্যাগ, দায়িত্ববোধ ও ভালোবাসাকে সম্মান করি।

একটি গুরুত্বপূর্ণ সামাজিক বাস্তবতা হলো, পুরুষদের মানসিক সমস্যাগুলো প্রায়ই অদেখা বা অচুপে থাকে। ‘পুরুষ মানেই শক্ত’, ‘পুরুষ কাঁদে না’—এ ধরনের ধারণা তাদের অনুভূতি প্রকাশে বাধা সৃষ্টি করে। ফলে মানসিক চাপ, উদ্বেগ এবং বিষণ্ণতার হার বাড়ছে। বিশ্ব পুরুষ দিবস মনে করিয়ে দেয়—পুরুষও মানুষ, তাদেরও অনুভূতি আছে এবং সমর্থনের প্রয়োজন।

বিজ্ঞাপন

বিশ্ব পুরুষ দিবস কেবল পুরুষদের নিয়ে নয়—এটি একটি ভারসাম্যপূর্ণ সমাজ গঠনের অংশ। নারী অধিকার যেমন গুরুত্বপূর্ণ, তেমনি পুরুষদের প্রতি সমাজের প্রত্যাশার চাপ কমানো, স্বাস্থ্য সচেতনতা বাড়ানো এবং বৈষম্যহীন পরিবেশ তৈরি করাও সমান জরুরি।

পুরুষদের অবদানকে সম্মান করুন ও তাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের যত্ন নিন। পিতৃত্ব, বন্ধুত্ব, নেতৃত্ব ও মানবিকতায় তাদের ইতিবাচক ভূমিকা উদযাপন করুন, লিঙ্গ সমতার পথ আরও সুগম করুন।

বিজ্ঞাপন

আজ বিশ্ব পুরুষ দিবসে আমরা প্রত্যেকে একটি প্রতিশ্রুতি দিই—পুরুষদের সমাজে ইতিবাচক ভূমিকা আরও শক্তিশালী করতে, তাদের চ্যালেঞ্জগুলো নিয়ে খোলামেলা আলোচনা করতে এবং একটি সুস্থ, মানবিক ও সমতাপূর্ণ সমাজ গড়ে তুলতে সবাই মিলে কাজ করব।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD