Logo

বাঁধাকপি-ফুলকপি থাইরয়েডের জন্য সত্যিই ক্ষতিকর

profile picture
জনবাণী ডেস্ক
৮ নভেম্বর, ২০২৫, ১৮:২১
5Shares
বাঁধাকপি-ফুলকপি থাইরয়েডের জন্য সত্যিই ক্ষতিকর
ছবি: সংগৃহীত

বর্তমানে অনেকেই থাইরয়েড সমস্যায় ভুগছেন। গলার সামনের দিকে থাকা ছোট্ট একটি গ্রন্থি থাইরয়েড, যা আমাদের শরীরের হরমোন নিয়ন্ত্রণ করে থাকে। এই হরমোন শরীরের প্রতিটি কোষ, টিস্যু ও অঙ্গের কাজের সঙ্গে যুক্ত।

বিজ্ঞাপন

থাইরয়েড ঠিকভাবে কাজ না করলে ক্লান্তি, ওজন বেড়ে বা কমে যাওয়া, এমনকি মানসিক পরিবর্তন পর্যন্ত হতে পারে।

আবার অনেকে মনে করে থাকে, থাইরয়েড থাকলে খাওয়াদাওয়ায় অনেক বাধা আছে। বিশেষ করে বাঁধাকপি ও ফুলকপি খাওয়া একেবারেই বারণ। কিন্তু সত্যিই কি এই সবজি থাইরয়েডের জন্য ক্ষতি কর? এ বিষয়ে ভারতীয় পুষ্টিবিদ রাখি চট্টোপাধ্যায় জানিয়েছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য।

বিজ্ঞাপন

তবে চলুন জেনে নিই গুরুত্বপূর্ণ তথ্য-

বাঁধাকপি-ফুলকপিতে কী আছে

রাখির মতে, বাঁধাকপি ও ফুলকপির মতো ক্রুসিফেরাস সবজিতে থাকে গোয়িট্রোজেনিক নামের এক ধরনের যৌগ। এই উপাদান অতিরিক্ত পরিমাণে শরীরে গেলে থাইরয়েড হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে।

বিজ্ঞাপন

তবে তিনি স্পষ্ট করে বলেন, অল্প পরিমাণে এই সবজি খেলে কোনো ক্ষতি হয় না। পাশাপাশি, সেদ্ধ করলে এর ক্ষতিকর উপাদান অনেকটাই নষ্ট হয়ে যায়। অর্থাৎ, মাঝেমধ্যে খেলে কোনো সমস্যা নেই, যদি পরিমাণে বেশি না হয়।

তিনি আরও জানান, থাইরয়েডের রোগীদের জন্য সোয়াবিন বা কিছু বিনস খাওয়ায় সীমাবদ্ধতা থাকা উচিত। কারণ এগুলিতে গোয়িট্রোজেনিক উপাদান অনেক বেশি থাকে, যা থাইরয়েড হরমোনের ভারসাম্যে প্রভাব ফেলতে পারে।

তবে সোয়া চাঙ্কস খাওয়া যেতে পারে, কারণ এটি প্রক্রিয়াজাত হওয়ার সময় ক্ষতিকর উপাদান অনেকটাই কমে যায়।

বিজ্ঞাপন

পুষ্টিবিদের মতে, থাইরয়েডের রোগীদের জন্য আলাদা কোনো কঠোর খাদ্যনিয়ম নেই। বরং হরমোনের ধরন বুঝে সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখাই সবচেয়ে জরুরি।

হাইপোথাইরয়েডিজমে (হরমোন কম হলে) : কম কার্বোহাইড্রেট ও নিয়ন্ত্রিত ক্যালরিযুক্ত খাবার খাওয়া উচিত।

বিজ্ঞাপন

হাইপারথাইরয়েডিজমে (হরমোন বেশি হলে) : ব্যালেন্সড ডায়েট ও নিয়মিত শরীরচর্চা করলেই ভালো থাকা যায়।

বাঁধাকপি ও ফুলকপি থাইরয়েডের জন্য একেবারে খাওয়া মানা নয়। পরিমাণ বুঝে, সেদ্ধ করে খেলে এগুলো খাওয়া নিরাপদ। বরং পুষ্টিকর সবজি হিসেবে এগুলো শরীরের জন্য উপকারী।

তবে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাদ্যাভ্যাস ঠিক রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সূত্র: এই সময় অনলাইন

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD