Logo

কেন্দ্র ৪২৬: আজমত উল্লা খান ১৭৪৫০০, জায়েদা খাতুন ১৮৭৭০০

profile picture
জনবাণী ডেস্ক
২৬ মে, ২০২৩, ০৮:৩৭
12Shares
কেন্দ্র ৪২৬: আজমত উল্লা খান ১৭৪৫০০, জায়েদা খাতুন ১৮৭৭০০
ছবি: সংগৃহীত

গাজীপুর সিটি করপোরেশনের ভোট শেষ হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টায় এ সিটির ৪৮০টি কেন্দ্রে ইভিএমে এই ভোটগ্রহণ শুরু হয়, যা একযোগে বিকাল ৪টা পর্যন্ত চলে।

বিজ্ঞাপন

গাজীপুর সিটি করপোরেশনের ভোট শেষ হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টায় এ সিটির ৪৮০টি কেন্দ্রে ইভিএমে এই ভোটগ্রহণ শুরু হয়, যা একযোগে বিকাল ৪টা পর্যন্ত চলে।

দায়িত্বশীল সূত্র থেকে এই পর্যন্ত ৪২৬টি কেন্দ্রের প্রাথমিক ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে নৌকা প্রতীকে আজমত উল্লা খান ভোট পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৫০০ ভোট এবং টেবিলঘড়ি প্রতীকে জায়েদা খাতুন ভোট পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৭০০ ভোট।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, গাজীপুর সিটিতে মোট ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন ভোটার। তাদের মধ্যে ৫ লাখ ৯২ হাজার ৭৬২ জন পুরুষ, ৫ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন নারী ও ১৮ জন হিজড়া ভোটার। এই সিটিতে ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ড রয়েছে। মোট ভোটকেন্দ্র ৪৮০টি, মোট ভোটকক্ষ ৩ হাজার ৪৯৭টি।

বিজ্ঞাপন

গাজীপুর সিটিতে মেয়র পদে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আওয়ামী লীগের আজমত উল্লা খান এবং স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুনের মধ্যে। 

দুজনই জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। অপরদিকে ভোটের পরিবেশ ভালো বলে জানান আরেক স্বতন্ত্র প্রার্থী শাহনূর ইসলাম রনি।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD