Logo

সৌদি পৌঁছেছেন এক লাখ ১৭ হাজার হজযাত্রী

profile picture
জনবাণী ডেস্ক
২৪ জুন, ২০২৩, ০৩:৩৫
36Shares
সৌদি পৌঁছেছেন এক লাখ ১৭ হাজার হজযাত্রী
ছবি: সংগৃহীত

সরকারি ব্যবস্থাপনায় গেছেন ১০ হাজার ৩১৭ ও বেসরকারিভাবে ১ লাখ ৭ হাজার ৬৪৬ জন এর মধ্যদিয়ে চলতি বছরের হজযাত্রা শেষ হয়েছে

বিজ্ঞাপন

হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১ লাখ ১৭ হাজার ৯৬৩ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন বলে জানা গেছে। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ১০ হাজার ৩১৭ ও বেসরকারিভাবে ১ লাখ ৭ হাজার ৬৪৬ জন। এর মধ্যদিয়ে চলতি বছরের হজযাত্রা শেষ হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুন) দিবাগত মধ্যরাতে হজযাত্রী বহনকারী এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, হজ অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট গত ২১ মে শুরু হয়। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ২২ জুন। অন্যদিকে হজ শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।

বিজ্ঞাপন

ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, সর্বমোট ২৯ হাজার ১০৪টি ভিসা ইস্যু করা হয়েছে।

বিজ্ঞাপন

এবার বেসরকারি ব্যবস্থাপনায় হজ কার্যক্রম পরিচালনার জন্য ৬০৩টি এজেন্সিকে অনুমোদন দেয়া হয়েছে বলেও ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন সৌদিতে হজ পালনের অনুমতি পেয়েছেন।

জেবি/ আরএইচ

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD