Logo

৫ হাজার মেট্রিক টন ইলিশ রফতানি নিয়ে এত কথা কেন?

profile picture
জনবাণী ডেস্ক
১৬ সেপ্টেম্বর, ২০২৩, ২৪:২৭
44Shares
৫ হাজার মেট্রিক টন ইলিশ রফতানি নিয়ে এত কথা কেন?
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে দুর্গাপূজা উপলক্ষে টোকেন হিসেবে মাত্র ৫ হাজার মেট্রিক টন ইলিশ মাছ রফতানি করা হচ্ছে।

বিজ্ঞাপন

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ভারতের পশ্চিমবঙ্গে দুর্গাপূজা উপলক্ষে টোকেন হিসেবে মাত্র ৫ হাজার মেট্রিক টন ইলিশ মাছ রফতানি করা হচ্ছে। এতে করে আমাদের দেশে বাজারে ইলিশ মাছের দামে কোনও প্রভাব পড়বে না।

তিনি আরও বলেন, আমাদের দেশে বছরে ৬ লাখ মেট্রিক টন ইলিশ মাছ উৎপাদন হয়। সেখানে ৫ হাজার মেট্রিক টন মাছ রফতানি করা নিয়ে এত কথা কেন? দুর্গাপূজার জন্য পশ্চিমবঙ্গের মানুষ চেয়েছে, আমরা টোকেন হিসেবে তা রফতানি করবো। আর পুরো বিষয়টি প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেই করা হয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

আজ শুক্রবার (১৫ সেপ্টম্বর) রংপুর নগরীর সেন্ট্রাল রোডে নিজের বাসভবনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বাণিজ্যমন্ত্রী বলেন, এবার ডিম, আলু ও দেশি পেঁয়াজের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। বেশি দামে বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন বলেন, কিছু কিছু পণ্যের ঘাটতি আছে। সেটা মেটানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। এত বড় দেশ, নিত্য প্রয়োজনীয় জিনিসের ঘাটতি তো আছেই। মুক্তবাজার অর্থনীতিতে সব সময় যে চাপে রাখা যায় এমনটা নয়। তবে সাপ্লাই চেইনটা ঠিক রাখার চেষ্টা করা হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যাতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সে জন্য চেষ্টা করা হচ্ছে।

বিজ্ঞাপন

এসময় মন্ত্রীর সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD