Logo

‘অনেক বাধা-বিপত্তির পরও ভোটের পরিবেশ তৈরি করতে পেরেছি’

profile picture
জনবাণী ডেস্ক
৭ জানুয়ারী, ২০২৪, ২০:১৫
44Shares
‘অনেক বাধা-বিপত্তির পরও ভোটের পরিবেশ তৈরি করতে পেরেছি’
ছবি: সংগৃহীত

রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টায় রাজধানীর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে একথা বলেন।

বিজ্ঞাপন

দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারছি সে জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাই। অনেক বাধা বিপত্তি ছিল, নির্বাচনটা যে জরুরি, ভোট দেওয়ার পরিবেশ তৈরি করতে পেরেছি। আমাদের সামনে আরও কাজ আছে। নৌকা মার্কার জয় লাভ হবে। আবার আমরা সরকার গঠন করে দেশের উন্নতি করতে পারবো।”

রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টায় রাজধানীর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে একথা বলেন। এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “বিএনপি-জামায়াত দেশের মানুষের কল্যাণ চায় না। তারা গণতান্ত্রিক ধারা চায় না বলেই সন্ত্রাস-নৈরাজ্য করছে। তাদের উত্থান সন্ত্রাসের মাধ্যমে। জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতা নেই। বিএনপি-জামায়াতের হরতাল তাল হারিয়ে ফেলেছে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী আরও বলেন, “গণতান্ত্রিক দেশে গণতন্ত্র ও স্থিতিশীলতা ধরে রাখতে যা যা করণীয় তা করেছে আওয়ামী লীগ সরকার। জনগণের আস্থা অর্জনে সক্ষম আওয়ামী লীগ। জনগণও আওয়ামী লীগের পাশে আছে।”

তিনি বলেন, “বিএনপি-জামায়াত জ্বালাও-পোড়াও করে, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। বিএনপি একটা সন্ত্রাসী দল, তারা বাসে, ট্রেনে, ভোটকেন্দ্রে আগুন দেয়। সে কারণে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

 এসময় আন্তর্জাতিক গণমাধ্যমের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, “নিজ ঘরে ক্ষমতার জন্য যারা (বিএনপি) সন্ত্রাস করে তারা জনগণের রাজনীতি করে না।”

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD