হার্ট অ্যাটাক করেছেন ইসলামিক বক্তা মাওলানা লুৎফুর রহমান

সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।
বিজ্ঞাপন
দেশের জনপ্রিয় ইসলামিক বক্তা মাওলানা লুৎফুর রহমান (৮৪) হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বুকে ব্যথা অনুভব হলে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। তার হার্ট অ্যাটাক হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
বিজ্ঞাপন
স্থানীয় পল্লী চিকিৎসক মাইনুদ্দিন মানিক এসব তথ্য নিশ্চিত করেছেন । তিনি জানান, মাওলানা লুৎফুর রহমানের অবস্থা সম্পর্কে এখনো কিছু বলা যাচ্ছে না। তিনি সবার কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
বিজ্ঞাপন
জেবি/এসবি








