Logo

এমপি আনার হত্যার রহস্য উদ্ঘাটনকারী পুলিশ কর্মকর্তার বদলি

profile picture
জনবাণী ডেস্ক
৩ জুন, ২০২৪, ২০:১১
46Shares
এমপি আনার হত্যার রহস্য উদ্ঘাটনকারী পুলিশ কর্মকর্তার বদলি
ছবি: সংগৃহীত

একই প্রজ্ঞাপনে আরও ২২ কর্মকর্তাকে বদলি করেছে পুলিশ সদর দপ্তর

বিজ্ঞাপন

চিকিৎসার জন্য গিয়ে কলকাতায় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে অপহরণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় মামলার তদারক কর্মকর্তা  ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ (এডিসি) শাহিদুর রহমানকে বদলি করা হয়েছে। 

রবিবার (২ জুন) পুলিশ সদর দপ্তরের এক আদেশে তাকে বদলি করে বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদে দায়িত্ব দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এডিসি শাহিদুর রহমান বর্তমানে নেপালে রয়েছেন। এমপি আনার হত্যার তদন্তে নেপালে যাওয়া ডিবির প্রতিনিধি দলে তিনি আছেন। এরই মধ্যে পুলিশ সদর দপ্তর থেকে এডিসি শাহিদুর রহমান বদলির প্রজ্ঞাপন হলো। একই প্রজ্ঞাপনে আরও ২২ কর্মকর্তাকে বদলি করেছে পুলিশ সদর দপ্তর।

কলকাতায় গিয়ে এমপি আনার নিখোঁজের পর থেকেই ডিবি কর্মকর্তা শাহিদুর ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলেন। তদন্তের কাজে ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে কলকাতাতেও গিয়েছিলেন এই এডিসি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চাঞ্চল্যকর এই মামলার তদন্ত চলাকালে শাহিদুর রহমানের বদলিকে ঘিরে নানা গুঞ্জন তৈরি হয়েছে। তাঁর বদলির কারণ খুঁজছেন অনেকেই। তবে পুলিশ সদরদপ্তর বলছে, এটা নিয়মিত বদলি।

জেবি/এজে

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD