এমপি আনার হত্যা: ঢাকায় ফিরে যা বললেন ডিবি প্রধান


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:১৬ অপরাহ্ন, ৩০শে মে ২০২৪


এমপি আনার হত্যা: ঢাকায় ফিরে যা বললেন ডিবি প্রধান
ছবি: সংগৃহীত

ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার খুন হওয়া নিয়ে তদন্ত সম্পন্ন করে কলকাতা থেকে দেশে ফিরেছেন ডিবি প্রধান হারুন অর রশিদ। 


বৃহস্পতিবার (৩০ মে) বিকাল ৪টায় কলকাতা থেকে একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। 


পরে গণমাধ্যমকর্মীদের সাথে হারুণ অর রশিদ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- কলকাতায় উদ্ধার হওয়া খণ্ডিত মাংস ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের। তবে ফরেনসিক রিপোর্ট হাতে পেলে নিশ্চিত হতে পারবো।”


তিনি আরও বলেন, “কলকাতায় আমাদের তদন্তকাজ সফল হয়েছে। সংসদ সদস্য আনার হত্যাকাণ্ড নিয়ে যেসব তথ্য উপাত্ত সংগ্রহ করতে গিয়েছি, তা পেয়েছি।আলামত উদ্ধার, পারিপার্শ্বিক ডিজিটাল তথ্য উপাত্ত সংগ্রহ করায় আনার হত্যার তদন্ত অনেকটাই এগিয়েছে। ফরেনসিক রিপোর্ট পেলেই তা নিশ্চিত হওয়া যাবে।”


আরও পড়ুন: এমপি আনার হত্যার যৌথ তদন্ত সফল: ডিবি প্রধান


ডিবি প্রধান বলেন, ‘মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। আরেকজন অভিযুক্ত নেপালে। ইন্টারপোলের মাধ্যমে তাদের ফিরিয়ে আনা হবে। আমরা কাঠমুণ্ডুর সঙ্গে যোগাযোগ করছি। শাহীনকে ফেরাতে ইন্টারপোলের সহায়তা নিতে ভারতকে অনুরোধ করেছি।’


আরও পড়ুন: সেপটিক ট্যাংক থেকে এমপি আনারের ‘দেহাংশ’ উদ্ধার


উল্লেখ্য, গেল ১২ মে ভারতে এসে পশ্চিমবঙ্গে কলকাতার কাছে বরানগরে দীর্ঘদিনের পরিচিত বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন এমপি আনার। পরে ১৩ তারিখ চিকিৎসা করাতে যাচ্ছেন বলে বাড়ির বাইরে বেরিয়ে নিখোঁজ হয়ে যান। সেই ঘটনায় ইতোমধ্যেই গোপাল বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করেছে নিউ টাউন থানার পুলিশ ও সিআইডির কর্মকর্তারা। আপাতত পুলিশের নজরদারিতে রয়েছে এই গোপাল বিশ্বাস। সেই গোপাল বিশ্বাসের সাথেও কথা বলেছেন ডিবির গোয়েন্দা প্রতিনিধি দল। 

 

জেবি/এসবি