সেপটিক ট্যাংক থেকে এমপি আনারের ‘দেহাংশ’ উদ্ধার


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:৪৫ অপরাহ্ন, ২৮শে মে ২০২৪


সেপটিক ট্যাংক থেকে এমপি আনারের ‘দেহাংশ’ উদ্ধার
ফাইল ছবি

ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনারের মরদেহের ‘খণ্ডিত অংশ’ উদ্ধার করা হয়েছে। কলকাতার সঞ্জীবা গার্ডেনসের সেপটিক ট্যাংক থেকে তার ‘খণ্ডিত অংশ’ উদ্ধার করা হয়। 


মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যায় কলকাতায় অবস্থানরত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিবি) আব্দুল আহাদ এ তথ্য নিশ্চিত করেছেন । 


আরও পড়ুন: এমপি আনারের খণ্ডিত অংশ উদ্ধার নিয়ে যা বললেন ডিবিপ্রধান



তিনি জানিয়েছেন, “সেপটিক ট্যাংক থেকে এমপি আনারের মরদেহের যে খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে, তার ওজন প্রায় চার কেজি।”


এর আগে কলকাতা সিআইডিকে আনোয়ারুল আজিম আনারের দেহাংশের খোঁজে হত্যার স্থান সঞ্জীবা গার্ডেনসের সেই ফ্ল্যাটের কমোড, স্যুয়ারেজ লাইন ভেঙে খোঁজ করার অনুরোধ করে ঢাকা ডিবির টিম। এছাড়া পাশাপাশি, হাতিশালা লেকেও অনুসন্ধানের অনুরোধ করা হয়। তারই অংশ হিসেবে আজ মঙ্গলবার সঞ্জীবা গার্ডেনসের সেপটিক ট্যাংকে অভিযান চালানো হয় এবং সুয়ারেজ লাইনের পাইপ ভাঙা হয়।


আরও পড়ুন: এমপি আনার হত্যা তদন্তে কলকাতার পথে ডিবির প্রতিনিধি দল


প্রসঙ্গত, গত ১২ মে চিকিৎসা সেবার জন্য ভারতের পশ্চিমবঙ্গে যান সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। সেখানে তিনি প্রথমে বরাহনগরে স্থানীয় বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন। ১৩ মে তিনি গোপালের বাসা থেকে বেরিয়ে নিউটাউনের একটি ফ্ল্যাটে যান। ওই ফ্ল্যাটটি আনোয়ারুল আজিমের বন্ধু আক্তারুজ্জামান ভাড়া করেছিলেন। সেখানেই তাকে হত্যা করা হয়।


জেবি/এসবি