Logo

এমপি আনার হত্যা তদন্তে কলকাতার পথে ডিবির প্রতিনিধি দল

profile picture
জনবাণী ডেস্ক
২৬ মে, ২০২৪, ২১:০৭
137Shares
এমপি আনার হত্যা তদন্তে কলকাতার পথে ডিবির প্রতিনিধি দল
ছবি: সংগৃহীত

সকালে কলকাতার উদ্দেশ্যে রওনা হন তারা

বিজ্ঞাপন

ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ড তদন্তে  ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদের নেতৃত্বে কলকাতা যাচ্ছে তিন সদস্যের একটি টিম।

রবিবার (২৬ মে) সকালে কলকাতার উদ্দেশ্যে রওনা হন তারা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এই তদন্ত কমিটিতে আরও রয়েছেন ওয়ারি বিভাগের ডিসি মুহাম্মদ আব্দুল আহাদ ও এডিসি শাহীদুর রহমান। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডিবি প্রধান বলেন, ধারণা করা হচ্ছে এমপি আনার হত্যার মূল হোতা আক্তারুজ্জামান শাহিন আমেরিকায় আছেন। তাকে ইন্টারপোলের সহযোগিতায় দেশে আনার চেষ্টা করবো।

তিনি জানান, শাহীনকে দেশে ফিরিয়ে আনতে পুলিশের মহাপরিদর্শকের মাধ্যমে আবেদন করা হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও জানান, শাহীন এই হত্যার মাস্টারমাইন্ড বলে নিশ্চিত হয়েছে কলকাতা ও  ঢাকার গোয়েন্দারা। বাংলাদেশের তদন্ত দল কলকাতায় প্রথমে ঘটনাস্থলে যাবেন। এরপর ভারতে গ্রেপ্তার জিহাদ হাওলাদারকেও জিজ্ঞাসাবাদ করবে।

এদিকে তদন্ত শেষে আজকেও কলকাতা পুলিশের দলের  ঢাকা ছাড়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এজে

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD