Logo

নির্বাচনকে সামনে রেখে রেলের নিরাপত্তা জোরদারের নির্দেশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩১ জানুয়ারি, ২০২৬, ২১:৫৬
নির্বাচনকে সামনে রেখে রেলের নিরাপত্তা জোরদারের নির্দেশ
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে যাত্রীদের নিরাপত্তা, ট্রেন এবং রেল অবকাঠামোর সুরক্ষা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

শনিবার (৩১ জানুয়ারি) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) ফাতেমা তুজ জোহরা স্বাক্ষরিত অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী।

অফিস আদেশে বলা হয়, নির্বাচনের সময় স্বার্থান্বেষী মহল নাশকতা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে পারে। বিশেষ করে গণপরিবহন হিসেবে রেলকে লক্ষ্য করে নাশকতামূলক কার্যক্রমের সম্ভাবনা রয়েছে। এজন্য যাত্রীদের নিরাপত্তা, ট্রেন এবং রেল অবকাঠামোর সার্বিক সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং তার অগ্রগতি রিপোর্ট মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

একই সঙ্গে সাধারণ জনগণকে অনুরোধ জানানো হয়েছে, রেলে কোনো ধরনের নাশকতা বা যাত্রী ও অবকাঠামো ক্ষতির চেষ্টা দেখা দিলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ রেল স্টেশনের দায়িত্বশীল কর্মচারী, গেটকিপার অথবা রেল পুলিশের কাছে জানাতে। এছাড়া বাংলাদেশ রেলওয়ের হটলাইন ১৩১ নম্বরে কল করেও তথ্য জানানো সম্ভব।

রেলপথ মন্ত্রণালয় আশা করছে, এই সতর্কতামূলক ব্যবস্থা নির্বাচনকালীন সময়ে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD