Logo

‘জুলাই যোদ্ধা’ হিসেবে গেজেটভুক্ত আরও ১২ জনের নাম বাতিল

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩১ জানুয়ারি, ২০২৬, ১৬:৩৬
‘জুলাই যোদ্ধা’ হিসেবে গেজেটভুক্ত আরও ১২ জনের নাম বাতিল
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ‘জুলাই যোদ্ধা’ হিসেবে গেজেটভুক্ত আরও ১২ জনের নাম বাতিল করেছে। এর আগে গত বছর মিথ্যা তথ্যের ভিত্তিতে গেজেটভুক্ত হওয়া এবং দুবার নাম অন্তর্ভুক্ত হওয়ার কারণে ১২৮ জনের গেজেট বাতিল করা হয়েছিল।

বিজ্ঞাপন

সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫-এর ১১(৪) ধারা এবং রুলস অব বিজনেস ১৯৯৬-এর শিডিউল-১ অনুযায়ী এ গেজেট বাতিল করা হয়েছে।

বিজ্ঞাপন

বাতিল হওয়া ব্যক্তিদের মধ্যে দিনাজপুর জেলার পাঁচজন এবং চাঁদপুর জেলার সাতজন রয়েছেন।

দিনাজপুর: তাসফিয়াহ রিফা, মো. আসাদুজ্জামান নূর, মো. সুরুজ মিয়া, মোছা কহিনুর ও মোছা সখিনা।

বিজ্ঞাপন

চাঁদপুর: মো. কামরুল হাসান রাব্বি, মো. রায়হান, মো. ইউছুব আলী, নাহিদুল ইসলাম রাতুল, শাহজালাল, মো. আব্দুল্লাহ ও আল মামুন।

মন্ত্রণালয় সূত্র জানায়, প্রজ্ঞাপনের মাধ্যমে এই পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে জুলাই যোদ্ধাদের প্রামাণিকতা নিশ্চিত করা যায় এবং গেজেটভুক্তির ক্ষেত্রে স্বচ্ছতা বজায় থাকে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD