নির্বাচনে কোনো ‘দুই নম্বরি’ কাজের সুযোগ নেই: ইসি সানাউল্লাহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে নিরপেক্ষতা হারানোর অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কোনো ‘দুই নম্বরি’ কাজের সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.)। তিনি প্রশাসনকে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশও দিয়েছেন।
বিজ্ঞাপন
শনিবার (৩১ জানুয়ারি) ভোলা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ইসি সানাউল্লাহ বলেন, সব ভোটার যেন নিরাপদে ভোট দিতে পারে, তা নিশ্চিত করতে হবে। ভোটার যেই হোক না কেন তার ভোটাধিকার সুরক্ষিত থাকবে। এবারের নির্বাচনে জয়ের মাধ্যম হবে শুধুমাত্র ভোট, কোনো ‘দুই নম্বরি’ কাজের সুযোগ নেই।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ভোটকেন্দ্র এবং কেন্দ্রের আশপাশে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা প্রস্তুত থাকবে, যাতে কেউ শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করতে না পারে। যদি কেউ চেষ্টা করে, তা বাস্তবায়ন করা সম্ভব হবে না। নির্বাচনের পরিবেশ উৎসবমুখর রাখতে এবং সকলকে নিরপেক্ষ থাকতে হবে।
এই মতবিনিময় সভার সভাপতিত্ব করেন ভোলার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, সিভিল সার্জন ড. মু. মনিরুল ইসলাম। এছাড়া সহকারী রিটার্নিং কর্মকর্তারা, নৌবাহিনী, কোস্ট গার্ড, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।
বিজ্ঞাপন
সভায় আলোচিত মূল বিষয় ছিল—ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা বাহিনীকে নির্বাচনকালীন দায়িত্বে সম্পূর্ণ সজাগ রাখা, এবং প্রশাসন ও অন্যান্য সংশ্লিষ্টদের নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখা।
ইসি সানাউল্লাহ’র এ নির্দেশনার মাধ্যমে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক করে দেওয়া হলো, যাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়।








