অবশেষে কলকাতা যাচ্ছেন আনারকন্যা ডরিন

এগুলো এমপি আজীমের শরীরের অংশ কি না, তা জানতে ডিএনএ পরীক্ষা করা হবে। তাই ডরিনকে কলকাতায় যেতে হচ্ছে।
বিজ্ঞাপন
ভিসা জটিলতা কাটিয়ে এবার ভারতের কলকাতায় যাচ্ছেন ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।
সোমবার (৩ জুন) বিকালে ভিসা হাতে পেয়েছেন বলে নিজেই জানিয়েছেন ডরিন।
বিজ্ঞাপন
জানা যায়, গত ২৮ মে কলকাতার নিউ টাউনে সঞ্জিভা গার্ডেন ভবনের যে ফ্ল্যাটে আনারকে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে, ওই ভবনের সেপটিক ট্যাংক থেকে পুলিশ কিছু মাংসপিণ্ড উদ্ধার করেছে। এগুলো এমপি আজীমের শরীরের অংশ কি না, তা জানতে ডিএনএ পরীক্ষা করা হবে। তাই ডরিনকে কলকাতায় যেতে হচ্ছে।
বিজ্ঞাপন
এর আগে গেল ২৯ মে ডরিন বলেছিলেন, ‘আমার ভিসাটা দিয়ে দেওয়ার কথা ছিল। ওরা বলেছিল একটা টেক্সট আসবে, ওটা রিসিভ করলে পাসপোর্টটা আজকেই দিয়ে দেবে হয়ত। ভিসাটা পেলেই ভারতে যাব।’
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রসঙ্গত, গেল ১২ মে চিকিৎসার জন্য কলকাতায় যান আ. লীগ দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। পরে তার খোঁজ পাওয়া না গেলে ১৮ মে ভারতে একটি নিখোঁজ ডায়েরি করেন এমপি আনারের পরিচিত ও ভারতের বরানগরের বাসিন্দা গোপাল বিশ্বাস। এরপর এমপি আনারের খোঁজে তল্লাশি শুরু করে কলকাতা পুলিশ। পরে কলকাতার একটি ফ্ল্যাটে এমপি আনারকে হত্যা করা হয়েছে বলে জানায় ভারতীয় পুলিশ। তারপর থেকে বেরিয়ে আসছে নানা তথ্য।
জেবি/এসবি
বিজ্ঞাপন