Logo

শপথ নিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

profile picture
জনবাণী ডেস্ক
১১ আগস্ট, ২০২৪, ২২:৪৭
91Shares
শপথ নিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ
ছবি: সংগৃহীত

সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি হাইকোর্টের বিচারক বিচারপতি

বিজ্ঞাপন

বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে আজ রবিবার (১১ আগস্ট) শপথ নিয়েছেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

এদিন দুপুর ১২টায় বঙ্গভবনে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বিজ্ঞাপন

এর আগে শনিবার (১০ আগস্ট) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

রাষ্ট্রপতির আদেশে আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার সই করা প্রজ্ঞাপনে বলা হয়, “সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি হাইকোর্টের বিচারক বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ শপথের তারিখ থেকে কার্যকর হবে।”

বিজ্ঞাপন


বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সাবেক তত্ত্বাবধায়ক সরকারে উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের প্রয়াত সিনিয়র বরেণ্য আইনজীবী ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ এবং প্রয়াত জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদের ছেলে।

বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে ডিগ্রি অর্জন করেন সৈয়দ রেফাত আহমেদ। পরে যুক্তরাজ্য থেকে বিএ ও এমএ ডিগ্রি লাভ করেন। পরে  যুক্তরাষ্ট্র থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

বিজ্ঞাপন

১৯৫৮ সালের ২৮ ডিসেম্বরে সৈয়দ রেফাত আহমেদের জন্ম গ্রহণ করেন । তিনি ১৯৮৪ সালে জেলা আদালতে, ১৯৮৬ সালে হাইকোর্ট এবং ২০০২ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD