সারাদেশে যেদিন থেকে ট্রেন চলাচল শুরু

গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী ।
বিজ্ঞাপন
দেশে সহিংসতা ও নাশকতা চলাকালীন সময়ে নিরাপত্তাজনিত কারণে বন্ধ থাকার পর আগামীকাল সোমবার থেকে আবারও সারাদেশে ট্রেন চলাচল শুরু করবে। তবে আগামীকাল ১২ আগস্ট থেকে মালবাহী ট্রেন ও ১৩ আগস্ট থেকে মেইল, এক্সপ্রেস, লোকাল, কমিউটার ট্রেন এবং ১৫ আগস্ট থেকে আন্তনগর ট্রেন পর্যায়ক্রমে চলবে।
রবিবার (১১ আগস্ট) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী ।
বিজ্ঞাপন
তিনি বলেন, “আগামীকাল সোমবার থেকে ট্রেন চলাচল শুরু হলেও ১৫ আগস্ট থেকে আন্তনগরসহ পুরোদমে ট্রেন চলবে।”
বিজ্ঞাপন
আরও পড়ুন: গভর্নরের দায়িত্ব পেলেন নূরুন নাহার
বাংলাদেশ রেলওয়ের পরিচালক জনসংযোগ মো. নাহিদ হাসান খান গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানান, “পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। আন্তনগর ট্রেনের টিকিট আগামীকাল বিকাল ৫টা থেকে ক্রয় করা যাবে।”
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
গেল ১৯ জুলাই থেকে গোটা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়। তবে ২৫ জুলাই থেকে তেলবাহী ও গুরুত্বপূর্ণ পণ্যবাহী ট্রেন বিশেষ ব্যবস্থায় চলেছে। মাঝে সীমিত পরিসরে লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হলেও আন্তনগর ট্রেন চলাচল শুরু থেকে এখন পর্যন্ত বন্ধই রয়েছে।
গেল ৩ আগস্ট থেকে সারাদেশে আবারও ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এতে করে লোকাল ও কমিউটার ট্রেন চলাচলও বন্ধ হয়ে যায়।
বিজ্ঞাপন
জেবি/এসবি








