Logo

কাল ঢাকায় আসছে জাতিসংঘের তদন্ত দল

profile picture
জনবাণী ডেস্ক
২২ আগস্ট, ২০২৪, ০৬:৫৫
72Shares
কাল ঢাকায় আসছে জাতিসংঘের তদন্ত দল
ছবি: সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান।

বিজ্ঞাপন

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যার বিষয়ে তদন্তের আগামীকাল বৃহস্পতিবার (২১ আগস্ট)  ঢাকায় আসছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রাথমিক দল।

বুধবার (২১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পররাষ্ট্রস‌চিব বলেন, “জা‌তিসং‌ঘের প্রতিনিধি দলটি আগামীকাল ঢাকায় আসবেন। তারা ২৮ আগস্ট পর্যন্ত থাকার কথা। তারা ঢাকায় অবস্থানকালে সং‌শ্লিষ্টদের সঙ্গে সাক্ষাৎ করবেন। অন্তর্বর্তী সরকা‌রের কয়েকজন উপ‌দেষ্টার সঙ্গে তারা সাক্ষাৎ করবেন।”

 

গেল ১৫ আগস্ট পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসে‌নের সঙ্গে সাক্ষাৎ করেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সে‌দিন জাতিসংঘের সমন্বয়ক জানিয়েছিলেন, তারা প্রাথমিকভাবে ফ্যাক্ট ফাইন্ডিংয়ের কাজটি করবে। তাদের কাজের পরিধি, টার্মস অব রেফারেন্স, কত সময় কাজ করবে সেটি নিয়ে এখনো কাজ চলছে।

অপরদিকে, পররাষ্ট্র উপ‌দেষ্টা জানান, নির‌পেক্ষ ও স্বচ্ছ তদ‌ন্তের স্বা‌র্থে জাতিসংঘের প্রতি‌নি‌ধি দল‌কে সব ধর‌নের সহায়তা কর‌তে প্রস্তুত অন্তর্বর্তী সরকার।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD