দুর্গাপূজায় নিরাপত্তা ঝুঁকি নেই, সতর্ক থাকবে পুলিশ: আইজিপি

বারও তারা নিশ্চিন্তে পূজা উদযাপন করতে পারবেন
বিজ্ঞাপন
দুর্গাপূজায় নিরাপত্তার ঝুঁকি নেই বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। তারপরও পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে। নিরাপত্তায় কোনো ছাড় দেওয়া হবে না।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর তোপখানা রোডে ফারইস্ট টাওয়ারের ট্যুরিস্ট পুলিশ সদর দফতরে আয়োজিত এক সেমিনার শেষে সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আইজিপি বলেন, দীর্ঘদিন ধরে এ দেশের সনাতন ধর্মাবলম্বী মানুষ পূজা উদযাপন করছেন। এবারও তারা নিশ্চিন্তে পূজা উদযাপন করতে পারবেন। কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দেশের অন্তত ৫০০ থানায় হামলা, ভাঙচুর ও গাড়ি পোড়ানোর ঘটনা ঘটেছে বলে জানান আইজিপি। তিনি বলেন, ইতোমধ্যে গাড়ি রিপ্লেস করা হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আইজিপি আরও বলেন, পুলিশ সাধারণ জনগনের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করেছেন। সাধারণ মানুষের সমস্যা সমাধানে পুলিশ বাহিনী কাজ করছে। পুলিশের কার্যক্রমে গতি ফিরে এসেছে।
উল্লেখ্য, পুলিশ সদর দপ্তরের তথ্যানুযায়ী, সারাদেশে পুলিশের মোট ৬৩৯টি থানা আছে। এর মধ্যে মেট্রোপলিটনের ১১০টি থানা এবং জেলার ৫২৯টি থানা রয়েছে।
বিজ্ঞাপন
এমএল/