দেশ থেকে অশুভ দূর হয়েছে, যতটুকু আছে তাও চলে যাবে: শফিকুল আলম

যেটুকু অশুভ আছে, তাও আশা করছি দূর হয়ে যাবে
বিজ্ঞাপন
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশ থেকে ইতোমধ্যে অমঙ্গল দূর হয়ে গেছে। আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য চেষ্টা করছি। যেটুকু অশুভ আছে, তাও আশা করছি দূর হয়ে যাবে। দেশ থেকে অসুভ শক্তি দূর হয়ে গেছে, যেটুকু আছে তাও চলে যাবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সোমবার (১৪ এপ্রিল) রমনার বটমূলে বর্ষবরণ উৎসবে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
শফিকুল আলম বলেন, নতুন বাংলাদেশে নববর্ষের উৎসব একটি মিলনমেলায় পরিণত হয়েছে। সবাই সকাল থেকে খুব আনন্দে আছি। সবাই মিলে নববর্ষকে বরণ করছি।
তিনি বলেন, আমাদের ইচ্ছা ছিল আমরা সবাই সমতল ও পাহাড়ের জাতি-গোষ্ঠী সবাই মিলে একসঙ্গে মিলে আনন্দ করব, আনন্দ ভাগাভাগি করব। এটা হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এ সময় দেশের উত্তরোত্তর উন্নতির প্রচেষ্টার কথাও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
এমএল/
বিজ্ঞাপন








