Logo

আমরা নতুন বাংলাদেশে প্রবেশ করেছি: উপদেষ্টা ফারুকী

profile picture
জনবাণী ডেস্ক
১৫ এপ্রিল, ২০২৫, ০৩:৪৩
34Shares
আমরা নতুন বাংলাদেশে প্রবেশ করেছি: উপদেষ্টা ফারুকী
ছবি: সংগৃহীত

একজন ক্রয় করে এবং অন্যজন বিক্রি করে

বিজ্ঞাপন

আমরা ৫ আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে প্রবেশ করেছি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। আজকের র‍্যালিতে সব জাতিগোষ্ঠী একসঙ্গে অংশগ্রহণ করে আনন্দ করছে। এটা একটি অন্তর্ভুক্তিমূলক ও রঙিন উৎসব।

সোমবার (১৪ এপ্রিল) বাংলা একাডেমি প্রাঙ্গণে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ও বাংলা একাডেমির যৌথ আয়োজনে সাত দিনব্যাপী  ‘বৈশাখী মেলা-১৪৩২ উদ্বোধন উপলক্ষ্যে এক বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, মেলা এমন একটা জায়গা যেখানে দুইপক্ষ খুশি থাকে। একজন ক্রয় করে এবং অন্যজন বিক্রি করে। মেলার সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে।

বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেন, বৈশাখী মেলার আয়োজন আমাদের জন্য একটা ভালো উদ্যোগ। বাংলা নববর্ষ আমরা উদযাপন করবো জাতীয় সংস্কৃতির অংশ হিসেবে। আমাদের উজ্জ্বল অতীত ছিল, সমৃদ্ধ আগামী গড়ার লক্ষ্য নিয়ে আমাদের পহেলা বৈশাখ উদযাপন করতে হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সাত দিনব্যাপী এ মেলায় ৯৮টি স্টল রয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্য, বিভিন্ন জাতের কুটির শিল্প, কারুশিল্প, খেলনাসহ হরেক রকমের পণ্য পাওয়া যাচ্ছে। এছাড়াও যাত্রা, পুতুলনাচ, নাগরদোলা, সার্কাসসহ বিনোদনমূলক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন রয়েছে। সকাল ১০টায় শুরু হয়ে মেলা চলবে রাত ৮টা পর্যন্ত।

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD