Logo

জানা গেল ভারত সীমান্তে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয়

profile picture
জনবাণী ডেস্ক
২৪ আগস্ট, ২০২৫, ২৩:২১
47Shares
জানা গেল ভারত সীমান্তে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয়
ছবি: সংগৃহীত

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক আটক বাংলাদেশি এক পুলিশ কর্মকর্তার পরিচয় প্রকাশ হয়েছে।

বিজ্ঞাপন

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক আটক বাংলাদেশি এক পুলিশ কর্মকর্তার পরিচয় প্রকাশ হয়েছে। আটক ব্যক্তির নাম মোহাম্মদ আরিফুজ্জামান, যিনি ময়মনসিংহের মুক্তাগাছায় এপিবিএন-২-এ সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

শনিবার (২৩ আগস্ট) ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার হাকিমপুর সীমান্ত চৌকির কাছে কাকডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় তাকে আটক করে বিএসএফ। পরে তাকে পশ্চিমবঙ্গ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, আরিফুজ্জামান এর আগে রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের ১৪ অক্টোবর থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় তাকে সাময়িক বরখাস্ত করা হয় এবং তখন থেকেই তিনি পলাতক ছিলেন।

বিএসএফ জানিয়েছে, আটককৃত ব্যক্তির কাছে বাংলাদেশ পুলিশের একটি পরিচয়পত্র পাওয়া যায়। সীমান্তের কাঁটাতারবিহীন অংশ দিয়ে প্রবেশকালে সন্দেহজনক আচরণ দেখে দায়িত্বরত সদস্যরা তাকে আটক করে। তবে তিনি কেন ভারতে প্রবেশের চেষ্টা করেছিলেন, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য মেলেনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কাকডাঙ্গা বিজিবির সুবেদার কামরুজ্জামান জানান, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত চলছে।

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD