Logo

জাতীয় নির্বাচনের রোডম্যাপের খসড়া অনুমোদন, প্রকাশ হবে যেদিন

profile picture
জনবাণী ডেস্ক
২৭ আগস্ট, ২০২৫, ২৩:৪৯
33Shares
জাতীয় নির্বাচনের রোডম্যাপের খসড়া অনুমোদন, প্রকাশ হবে যেদিন
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) এ রোডম্যাপ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) এ রোডম্যাপ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

ইসি সূত্রে জানা গেছে, সেপ্টেম্বরের দ্বিতীয়ার্ধ থেকে অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করবে কমিশন। প্রথমে সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলোচনা হবে, এরপর রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে সংসদীয় সীমানা নির্ধারণ সংক্রান্ত দাবি-আপত্তির শুনানির শেষ দিনের কার্যক্রম বুধবার ইসিতে সম্পন্ন হয়। শুনানিতে পাবনা-১ আসন গঠন নিয়ে ভিন্ন ভিন্ন প্রস্তাব আসে। জামায়াত সমর্থিত অংশ সাঁথিয়াকে আলাদাভাবে অন্তর্ভুক্ত করার দাবি জানায়, অন্যদিকে নাজিবুর রহমান মোমেন বেড়া ও সুজানগর উপজেলাকে নিয়ে নতুন আসনের প্রস্তাব দেন। তবে ইসির প্রকাশিত খসড়া অনুযায়ী, সাঁথিয়া ও বেড়ার একটি অংশ অন্তর্ভুক্ত করার প্রস্তাবকে বিএনপি নেতারা সমর্থন জানিয়েছেন।

একই দিনে সিরাজগঞ্জ-২ ও সিরাজগঞ্জ-৬ আসনের বাসিন্দারা ২০০১ সালের মতো পূর্বের সীমানা পুনর্বহালের দাবি জানান। কুড়িগ্রাম-৪ আসনের স্থানীয়রাও ২০১৪ সালের ভিত্তিতে চিলমারী উপজেলার কয়েকটি ইউনিয়ন কুড়িগ্রাম-৩ আসনের সঙ্গে যুক্ত করার আবেদন করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দাবি-আপত্তি নিষ্পত্তির পর নির্বাচন কমিশন চূড়ান্ত সীমানা প্রকাশ করবে। এর আগে গত ৩০ জুলাই খসড়া সীমানা প্রকাশ করা হয়।

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD