Logo

কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে আলবেনিয়া, ভিসা সহজ চায় বাংলাদেশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২৭
41Shares
কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে আলবেনিয়া, ভিসা সহজ চায় বাংলাদেশ
ছবি: সংগৃহীত

ক্রমবর্ধমান শ্রমঘাটতি পূরণে বাংলাদেশ থেকে দক্ষ ও অদক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে আলবেনিয়া। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান আলবেনিয়ার প্রেসিডেন্ট বাজরাম বেগাজ।

বিজ্ঞাপন

প্রেসিডেন্ট বেগাজ বলেন, “আমাদের দেশে শ্রমশক্তির ব্যাপক প্রয়োজন রয়েছে। ইতোমধ্যে বেশ কিছু আলবেনীয় কোম্পানি বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার আবেদন করেছে।”

এ সময় তিনি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার প্রস্তাব দেন, বিশেষত পর্যটন খাতে। আলবেনিয়ার দক্ষিণ উপকূলকে সম্ভাবনাময় পর্যটনকেন্দ্র হিসেবে উল্লেখ করে তিনি বাংলাদেশি পর্যটকদের আমন্ত্রণ জানান।

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টা ইউনূস প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করে বলেন, তরুণ ও উদ্যমী কর্মশক্তির কারণে বাংলাদেশ আলবেনিয়ার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। একই সঙ্গে তিনি বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানান। বর্তমানে বাংলাদেশিদের আলবেনিয়া ভিসার জন্য নয়াদিল্লিতে আবেদন করতে হয়।

জবাবে প্রেসিডেন্ট বেগাজ জানান, বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালুর বিষয়টি আলবেনিয়া গুরুত্ব সহকারে বিবেচনা করছে।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বাংলাদেশ চিকিৎসক, নার্স, কারখানার শ্রমিক থেকে শুরু করে কৃষিখাতের কর্মীসহ বহুমুখী শ্রমশক্তি সরবরাহ করতে সক্ষম। এ জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ওপর তিনি জোর দেন।

বিজ্ঞাপন

এছাড়া প্রেসিডেন্ট বেগাজ উল্লেখ করেন, আলবেনিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির সুযোগ রয়েছে এবং সেখানেও বাংলাদেশি শিক্ষার্থীদের স্বাগত জানানো হবে। বৈঠকে এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদও উপস্থিত ছিলেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD