খাগড়াছড়ির পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কাজ করছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

খাগড়াছড়িতে সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বিজ্ঞাপন
রবিবার (২৮ সেপ্টেম্বর) আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সহ সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে বৈঠক করা হয়েছে। পরিস্থিতি শান্ত করতে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “দেশব্যাপী ৩৩ হাজার ৩৫৫টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে এক লাখ সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি মাঠে রয়েছে ৪৩০ প্লাটুন বিজিবি, ৭০ হাজার পুলিশ ও ২ লাখ আনসার সদস্য।”
তিনি আরও জানান, পূজা উদযাপন ঘিরে কোনো ধরনের শঙ্কার কারণ নেই। এ বছর পূজামণ্ডপের সংখ্যা যেমন বেড়েছে, তেমনি নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীদের নিয়ে প্রতিটি পূজামণ্ডপে মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
বিজ্ঞাপন
সভায় দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি জাতীয় নির্বাচন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, মিয়ানমার সীমান্ত পরিস্থিতি ও মাদক সমস্যা নিয়েও আলোচনা হয়েছে।
উল্লেখ্য, খাগড়াছড়িতে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনার প্রতিবাদে শনিবার (২৭ সেপ্টেম্বর) ‘জুম্ম ছাত্র ফ্রন্ট’-এর আহ্বানে সকাল-সন্ধ্যা অবরোধ চলাকালে সহিংসতা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করে।








