Logo

শারদীয় দুর্গোৎসবে বঙ্গভবনে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ অক্টোবর, ২০২৫, ১৬:২৫
36Shares
শারদীয় দুর্গোৎসবে বঙ্গভবনে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়
ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে বঙ্গভবনে আয়োজিত এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেন হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন স্তরের প্রতিনিধি। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এই আয়োজনে সবাই রাষ্ট্রপতির সঙ্গে কুশল বিনিময় করেন এবং তিনি উপস্থিত সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আ ফ ম খালিদ হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার, মন্ত্রী পরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ, স্বরাষ্ট্র সচিব ডক্টর নাসিমুল গণিসহ বিভিন্ন দূতাবাস ও রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD