Logo

পূজার ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবীরা, প্রাণ ফিরছে রাজধানীতে

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ অক্টোবর, ২০২৫, ১৪:৩৬
10Shares
পূজার ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবীরা, প্রাণ ফিরছে রাজধানীতে
ছবি: সংগৃহীত

দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের বিরতি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। ফলে রাজধানীর বাস, রেল ও লঞ্চ টার্মিনালে যাত্রীদের চাপ বাড়ছে। তবে রাজধানীর বেশিরভাগ প্রধান সড়কে যানজটের চাপ তুলনামূলকভাবে কম ছিল।

বিজ্ঞাপন

শনিবার (৪ অক্টোবর) সকাল থেকে কমলাপুর রেলস্টেশন, সায়দাবাদ বাস টার্মিনাল, যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভার, গুলিস্তান, জিরো পয়েন্ট, পল্টন ও কাকরাইল এলাকায় যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে।

রংপুর থেকে ট্রেনে ঢাকায় ফিরেছেন কিশোর অধিকারী নামের এক ব্যাংক কর্মকর্তা। তিনি বলেন, “বছরে একবার ঈদ আর পূজার সময় বাড়ি যাওয়া হয়। এবারও আত্মীয়-স্বজনের সঙ্গে আনন্দে পূজা উদযাপন করেছি। আগামীকাল আবার অফিস করতে হবে বলে আজই ফিরেছি।”

বিজ্ঞাপন

চাঁদপুর থেকে সায়দাবাদ বাস টার্মিনালে ফিরেছেন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত বোরহান উদ্দিন। তিনি জানান, “ঢাকায় ফিরতি যাত্রীদের চাপ এখন ঈদের সময়ের মতোই। ভিড় এড়াতে সকাল সকাল চলে এসেছি।”

এদিকে রাজধানীর মালিবাগ, শান্তিনগর, কাকরাইল, পল্টনসহ কয়েকটি সড়কে ছুটির দিনের মতো যানবাহনের চাপ কম দেখা গেছে। তবে অটোরিকশার সংখ্যা তুলনামূলকভাবে বেশি ছিল। অন্যদিকে সায়দাবাদ, দয়াগঞ্জ ও ধোলাইপাড় এলাকায় তীব্র যানজটের খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, সরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ১ ও ২ অক্টোবর দুর্গাপূজার ছুটি এবং ৩ ও ৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় টানা চার দিনের অবকাশ পেয়েছিলেন কর্মজীবীরা। আগামীকাল রবিবার (৫ অক্টোবর) থেকে পুনরায় শুরু হবে স্বাভাবিক কার্যক্রম।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD