Logo

এবার ১০ লাখ সরকারি চাকরিজীবীর ভোটাধিকার নিশ্চিত করা হবে: সিইসি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ অক্টোবর, ২০২৫, ১১:৩২
25Shares
এবার ১০ লাখ সরকারি চাকরিজীবীর ভোটাধিকার নিশ্চিত করা হবে: সিইসি
সিইসি এ এম এম নাসির উদ্দিন | ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা প্রায় ১০ লাখ সরকারি চাকরিজীবীকে ভোটাধিকার দেওয়ার উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

বিজ্ঞাপন

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে সংলাপে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সংলাপে প্রধান নির্বাচন কমিশনারের পাশাপাশি চারজন নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

শুভেচ্ছা বক্তব্যে সিইসি নাসির উদ্দিন বলেন, “ভোটার তালিকা হালনাগাদের সময় আমরা ২১ লাখ মৃত ভোটারকে চিহ্নিত করেছি, যাদের অনেকেই পূর্বে ভোট দিয়েছেন। এবার আমরা প্রবাসী ও নির্বাচনে দায়িত্ব পালনকারী সরকারি কর্মচারীদের ভোটের সুযোগ নিশ্চিত করতে কাজ করছি। প্রায় ১০ লাখ সরকারি চাকরিজীবীকে ভোটের আওতায় আনা হবে।”

তিনি আরও বলেন, “নির্বাচন কমিশন একটি নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। গণমাধ্যমের সহযোগিতা ছাড়া লেভেল প্লেয়িং ফিল্ড ও অনুকূল পরিবেশ তৈরি সম্ভব নয়। তাই ইলেকট্রনিক মিডিয়া যেন এআই-এর অপব্যবহার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

ইসি সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১০টায় টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে এবং দুপুর আড়াইটায় প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সংলাপ হয়। দুই পর্বে প্রায় ৫০ জন গণমাধ্যম প্রতিনিধি এতে অংশ নেন।

বিজ্ঞাপন

আগামীকাল (৭ অক্টোবর) নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। এরপর মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন। সিইসি জানিয়েছেন, সংলাপে উঠে আসা গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলো বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ ইসি।

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর থেকে নির্বাচন কমিশনের ধারাবাহিক সংলাপ শুরু হয়েছে। ওইদিন সুশীল সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের সঙ্গে প্রথম দফায় বৈঠক হয়, যদিও অংশগ্রহণকারীদের প্রায় অর্ধেক উপস্থিত থাকতে পারেননি।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD