Logo

নগরাঞ্চলের টেকসই উন্নয়নে সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ অক্টোবর, ২০২৫, ১২:০৮
8Shares
নগরাঞ্চলের টেকসই উন্নয়নে সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস । ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমান সরকার দেশের নগরাঞ্চলের টেকসই ও পরিবেশবান্ধব উন্নয়নে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। রাজধানী ঢাকা ছাড়াও সারাদেশের নগর এলাকায় পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে ইতোমধ্যে বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে।

বিজ্ঞাপন

রবিবার (৫ অক্টোবর) ‘বিশ্ব বসতি দিবস-২০২৫’ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, “বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দ্রুততম নগরায়িত দেশগুলোর একটি। তবে পরিকল্পনার ঘাটতির কারণে নগরায়নের সুফল নাগরিক জীবনে পুরোপুরি প্রতিফলিত হচ্ছে না। রাজধানীকেন্দ্রিক অপরিকল্পিত উন্নয়ন ও ভারসাম্যহীন নগরায়ন দেশের অন্যান্য শহরের বিকাশকে বাধাগ্রস্ত করছে। ফলে পরিবেশ, যানবাহন, বাসস্থান ও নাগরিক সুবিধাসহ নানাবিধ সংকট তৈরি হয়েছে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “এ ধরনের সংকট মোকাবিলায় দ্রুত, স্বচ্ছ ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ জরুরি। যা এবারের ‘বিশ্ব বসতি দিবস’-এর প্রতিপাদ্যের সঙ্গে সরাসরি সম্পর্কিত।”

প্রধান উপদেষ্টা জানান, সরকার ইতোমধ্যেই নগর সমস্যার টেকসই ও পরিবেশবান্ধব সমাধানে কাজ শুরু করেছে। তিনি বলেন, “ছাত্র-শ্রমিক-জনতার ঐক্যবদ্ধ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি নতুন সম্ভাবনাময় বাংলাদেশ গড়ার পথে রয়েছি। এই ধারাবাহিকতায় দেশের সব নগরাঞ্চলের সুষম উন্নয়ন নিশ্চিত করা হবে।”

ড. ইউনূস মনে করেন, শুধু সরকারি উদ্যোগ নয়। বেসরকারি খাত, কমিউনিটি সংগঠন, এনজিও এবং আন্তর্জাতিক সহযোগীদের সম্মিলিত প্রচেষ্টাই নগর উন্নয়নকে আরও কার্যকর করবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, “সমন্বিত ও সচেতন অংশীদারিত্বের মাধ্যমেই জাতীয় উন্নয়ন লক্ষ্য ও নগর জীবনের বাস্তব চাহিদা একসূত্রে বাঁধা সম্ভব।”

শেষে প্রধান উপদেষ্টা বিশ্ব বসতি দিবস-২০২৫ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সফলতা কামনা করেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD