Logo

বিএসটিআই মহাপরিচালকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ অক্টোবর, ২০২৫, ২১:১৩
36Shares
বিএসটিআই মহাপরিচালকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত কসোভো প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত লুলজিম প্লানার নেতৃত্বে একটি প্রতিনিধিদল সোমবার বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর মহাপরিচালক এস এম ফেরদৌস আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বিজ্ঞাপন

সাক্ষাৎকালে উভয়পক্ষ নিজ নিজ দেশের জাতীয় মান সংস্থার কার্যক্রম, দায়িত্ব ও অভিজ্ঞতা বিনিময় করেন। তারা পণ্য ও সেবার গুণগত মান রক্ষা, মান নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার ক্ষেত্রে মান সংস্থাগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন।

আলোচনায় দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে, মান সনদের পারস্পরিক স্বীকৃতি, মান নির্ধারণ প্রক্রিয়ায় সহযোগিতা এবং প্রযুক্তিগত জ্ঞান বিনিময়ের মাধ্যমে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিজ্ঞাপন

দুই পক্ষই আশা প্রকাশ করেন যে, এই ধরনের সহযোগিতা ভবিষ্যতে বাংলাদেশ ও কসোভোর দ্বিপাক্ষিক বাণিজ্যকে আরও সহজ, টেকসই ও গতিশীল করে তুলবে।

বিএসটিআইয়ের মহাপরিচালক এস এম ফেরদৌস আলম রাষ্ট্রদূত লুলজিম প্লানাকে ধন্যবাদ জানিয়ে প্রতিষ্ঠানটির চলমান আধুনিকায়ন কার্যক্রম, পরিমাপবিদ্যা উন্নয়ন এবং টেস্টিং ল্যাবরেটরিগুলোর সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ সম্পর্কে অবহিত করেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

বিএসটিআই মহাপরিচালকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ