Logo

নির্বাচনকে জীবনের শেষ সুযোগ হিসেবে দেখছেন সিইসি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ অক্টোবর, ২০২৫, ১২:২৭
8Shares
নির্বাচনকে জীবনের শেষ সুযোগ হিসেবে দেখছেন সিইসি
ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে তিনি জীবনের শেষ সুযোগ হিসেবে দেখছেন। এই সুযোগে তিনি জাতিকে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চান।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে ধারাবাহিক সংলাপে এসব কথা বলেন সিইসি। সংলাপে অন্য চার নির্বাচন কমিশনারসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিইসি বলেন, “দেশের জন্য কিছু করার এটাই শেষ সুযোগ। আমি চাই, জাতি যেন একটি গ্রহণযোগ্য নির্বাচন দেখতে পায়। এজন্য রাজনৈতিক দলগুলোর আন্তরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “আমরা আজ শুনব যেসব বিশেষজ্ঞ নির্বাচনের মাঠে সরাসরি কাজ করেছেন, তাদের মতামত। কোথায় সমস্যা, কোথায় ঘাটতি - সেসব জানলে আমরা আরও কার্যকরভাবে এগিয়ে যেতে পারব।”

ভোটপ্রক্রিয়ায় নতুন উদ্যোগের কথা জানিয়ে নাসির উদ্দিন বলেন, “আমরা প্রবাসী, সরকারি চাকরিজীবী ও হাজতিদের ভোটের আওতায় আনতে পোস্টাল ব্যালট পদ্ধতি চালুর প্রস্তুতি নিচ্ছি। আইটি সাপোর্টেড একটি হাইব্রিড সিস্টেম তৈরি করেছি, যাতে দূর থেকেও তারা ভোট দিতে পারেন। আমরা জানি, এটি কঠিন কাজ; তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

তিনি আরও উল্লেখ করেন, “ভোটার তালিকা হালনাগাদের সময় ভোটারদের আগ্রহ বেড়েছে। নারী ও পুরুষ ভোটারের পার্থক্য ৩০ লাখ থেকে অনেকটা কমানো সম্ভব হয়েছে।”

বিজ্ঞাপন

এসময় এআই ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহারসহ বিভিন্ন নতুন চ্যালেঞ্জের কথাও উল্লেখ করেন সিইসি। তিনি বলেন, “আমরা এক বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছি। আমার বয়স ৭৩ বছর, জীবনে আর কিছু চাওয়ার নেই। শুধু চাই, দেশ যেন একটি সুন্দর, সুষ্ঠু নির্বাচন পায়। এ লক্ষ্যে সবার সহযোগিতা অপরিহার্য।”

সংলাপে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সাবেক সচিব ড. মোহাম্মদ জকরিয়া, সাবেক যুগ্মসচিব খন্দকার মিজানুর রহমান, নূরুজ্জামান তালুকদার, মিহির সরওয়ার মোর্শেদ, শাহ আলম, শাহেদুন্নবী চৌধুরী, মাহফুজা আক্তার, ফেমার প্রেসিডেন্ট মুনিরা খান, মিছবাহ উদ্দিন ও মীর মো. শাহজাহানসহ আরও অনেকে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD