Logo

যমুনায় পৌঁছেছে এনসিপি প্রতিনিধিদল

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ অক্টোবর, ২০২৫, ১৭:১০
317Shares
যমুনায় পৌঁছেছে এনসিপি প্রতিনিধিদল
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছেন।

বিজ্ঞাপন

বুধবার (২২ অক্টোবর) বিকেল ৫টায় এনসিপির প্রতিনিধিদল যমুনায় পৌঁছায়।

প্রতিনিধি দলে ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, উত্তরের মুখ্য সংগঠক সারজিস আলম এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।

বিজ্ঞাপন

একইদিন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য জামায়াতের প্রতিনিধি দলেরও যমুনায় আসার কথা রয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান আলোচনা চলমান।

চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতারা বৈঠক করেন। সেখানে নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিএনপির পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহউদ্দিন আহমেদ। সরকারের পক্ষ থেকে অংশ নেন পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD