যমুনায় বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছে জামায়াতে ইসলামীর পাঁচ সদস্যের প্রতিনিধি দল।
বিজ্ঞাপন
বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে প্রতিনিধি দলটি যমুনায় প্রবেশ করে। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আযাদ।
আরও পড়ুন: যমুনায় পৌঁছেছে এনসিপি প্রতিনিধিদল
দলীয় সূত্র জানিয়েছে, বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, আসন্ন নির্বাচনের পরিবেশ এবং গণভোটের প্রস্তাবসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হতে পারে।
বিজ্ঞাপন
জানা গেছে, জামায়াতে ইসলামি সম্প্রতি নভেম্বর মাসে গণভোট আয়োজনের দাবি এবং আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে সংসদ নির্বাচন বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। এ দাবিকে কেন্দ্র করে তারা সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুগপৎ আন্দোলনে নেমেছে।
এর আগে একই দিনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে। সেখানে বিএনপি নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকারের পূর্ণ নিরপেক্ষতা নিশ্চিত করতে সরকারের মধ্যে কোনো দলীয় ব্যক্তি থাকলে তাদের অপসারণের দাবি জানায়।
বিজ্ঞাপন
রাজনৈতিক অঙ্গনে পর্যবেক্ষকরা মনে করছেন, পরপর দুই বড় রাজনৈতিক দলের এই বৈঠক আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় নতুন দিক উন্মোচন করতে পারে।