Logo

তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে যা বললেন নাহিদ ইসলাম

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ অক্টোবর, ২০২৫, ১৯:৪৪
424Shares
তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে যা বললেন নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

গণভোট অনুষ্ঠিত হওয়ার পরই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা হতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বিজ্ঞাপন

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

গতকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অন্তর্বর্তী সরকারকে এখনই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যাওয়ার আহ্বান জানায় বিএনপি।

বিজ্ঞাপন

নাহিদ ইসলাম বলেন, ‘গণভোটের পরই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা হবে, তার আগে নয়। কারণ তত্ত্বাবধায়ক সরকার জুলাই সনদের আওতাধীন। যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনতেই হয়, তাহলে জুলাই সনদের ভিত্তিতে নতুন নির্বাচন কমিশনও আনতে হবে। বিচার সংস্কার নিশ্চিত করে নির্বাচন দেওয়া এই অন্তর্বর্তী সরকারেরই দায়িত্ব।’

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন নিয়ে প্রধান উপদেষ্টার কাছে উদ্বেগ জানিয়েছি। কমিশনের বর্তমান আচরণ নিরপেক্ষ হচ্ছে না। কিছু কিছু দলের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করছে। আমরা মনে করি এ মুহূর্তে নির্বাচন কমিশন পুনর্গঠন হওয়া প্রয়োজন।’

দলীয় প্রতীকের বিষয়ে নাহিদ বলেন, ‘শাপলা ব্যতীত অন্য কোনো প্রতীক নিয়ে আমরা নির্বাচনে যাব না। যে নির্বাচন কমিশন আমাদের প্রতীকের ব্যাপারে সুস্পষ্ট কোনো আইনি ব্যাখ্যা না দিয়ে অন্য প্রতীক চাপিয়ে দেয়, তাদের অধীনে আমরা নির্বাচন সুষ্ঠু পাবো-এটাও বিশ্বাস করি না।’

বিজ্ঞাপন

জুলাই সনদে স্বাক্ষরের বিষয়ে তিনি বলেন, ‘জুলাই সনদ নিয়ে আমরা আমাদের অবস্থান সরকারের কাছে তুলে ধরেছি। জুলাই সনদ নিয়ে কাগজে-কলমে বিশ্বাসী নয় এনসিপি। বাস্তবায়ন কীভাবে হবে, সেই নিশ্চয়তা পাওয়ার পরই আমরা স্বাক্ষর করব।’

তিন দাবির বিষয়ে মনে করিয়ে দিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, ‘জুলাই সনদের আদেশ শুধু ড. মুহাম্মদ ইউনূস জারি করবেন, নোট অব ডিসেন্টের কোনো কার্যকারিতা থাকবে না, গণভোটের মাধ্যমে জুলাই সনদের বিষয়গুলো চূড়ান্ত করা হবে- এই তিনি দাবি বিবেচনা করলে আমরা জুলাই সনদে স্বাক্ষর করব।’

বিজ্ঞাপন

জুলাই সনদ নিয়ে প্রস্তাবিত বিষয়গুলো ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনার মাধ্যমে বিবেচনা করবেন বলে প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন বলেও জানান নাহিদ।

এ সময় এনসিপির উত্তরের মুখ্য সংগঠক সারজিস আলম জানান, ‘নন ক্যাডার পদে নিয়োগে বিশেষ বিধিমালা-২০২৫ দ্রুত বাস্তবায়নের জন্য আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছি। তিনি আশ্বস্ত করেছেন, ফাইল তার কাছে আসামাত্রই অনুমোদন দেবেন।’

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD