Logo

বইমেলার তারিখ নিয়ে সর্বশেষ যা জানা গেল

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ অক্টোবর, ২০২৫, ১৯:৫৬
বইমেলার তারিখ নিয়ে সর্বশেষ যা জানা গেল
ফাইল ছবি

প্রতিবছর ফেব্রুয়ারিতে শুরু হয় অমর একুশে গ্রন্থমেলা। তবে চলতি বছর একই সময়ে অনুষ্ঠিত হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

বিজ্ঞাপন

এর আগে ১৭ ডিসেম্বর থেকে মেলা শুরু করার প্রাথমিক পরিকল্পনা থাকলেও তা স্থগিত করা হয়। ফলে এবারের বইমেলা হবে কি না, তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

তবে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম সেই শঙ্কা দূর করেছেন। তিনি জানিয়েছেন, নির্বাচনের সময়সূচির ওপর নির্ভর করে বইমেলার চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে। তবে মেলা এবারও অনুষ্ঠিত হবে, এটা নিশ্চিত।

বিজ্ঞাপন

রবিবার (২৬ অক্টোবর) এক গণমাধ্যমে তিনি বলেন, নির্বাচনের সময়সূচি ঘোষণার পর আমরা বইমেলার সময় ঠিক করব। ফেব্রুয়ারিতেই নির্বাচন হওয়ার সম্ভাবনা থাকায়, সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। সবাই মিলে বসে আমরা চূড়ান্ত সময় নির্ধারণ করব।

এদিন অমর একুশে গ্রন্থমেলা নিয়ে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলমও। তিনি বলেন, সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে বইমেলা যেন সুন্দরভাবে আয়োজন করা যায়। সময়টা বাংলা একাডেমি ঠিক করবে। তবে মেলা হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।

বিজ্ঞাপন

জাতীয় প্রেস ক্লাবে বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতি আয়োজিত ‘কেমন বইমেলা চাই’ শীর্ষক আলোচনা সভায় তিনি আরও বলেন, আমরা এমন একটি বইমেলা চাই, যেখানে সব মানুষের বই থাকবে। পাঠক যা পড়তে চান, তা যেন স্বাধীনভাবে কিনতে পারেন। কোনো ধরনের বৈষম্য যেন না থাকে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD