Logo

জনগণ সচেতন থাকলে সুন্দর হবে নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ অক্টোবর, ২০২৫, ১৯:১৬
জনগণ সচেতন থাকলে সুন্দর হবে নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা
লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী | ফাইল ছবি

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জনগণ সচেতন থাকলে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন হবে।

বিজ্ঞাপন

রবিবার (২৬ অক্টোবর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে সরকার কাজ করছে। রাজনৈতিক দলগুলো যদি কিছু সমস্যা সমাধান করে এবং জনগণ দায়িত্বশীল ভূমিকা পালন করে, তাহলে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে।

বিজ্ঞাপন

বদলি ও পদায়নের ক্ষেত্রে কোনো অনিয়ম হচ্ছে না জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা গণমাধ্যমকে আহ্বান জানান, যদি কোনো অনিয়মের তথ্য পাওয়া যায়, তা প্রকাশ করার জন্য।

তিনি আরও জানান, একক ব্যক্তির নামে সিম কার্ডের সংখ্যা বর্তমানে ১০টি থেকে কমিয়ে ২টিতে আনার পরিকল্পনা রয়েছে। নির্বাচনের আগে এটি ৫ থেকে ৭টিতে নামানোর চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

তারেক রহমানের জন্য বুলেটপ্রুফ গাড়ির অনুমতির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, কেউ অনুমতি চাইলে নিয়ম অনুযায়ী তাকেও তা দেওয়া হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD